For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা ভাঙা পায়েই বাংলা ঘুরবেন! ফিরবেন ক্ষমতায়, নন্দীগ্রাম দিবসে শপথ তৃণমূলের

মমতা ভাঙা পায়েই বাংলা ঘুরবেন! ফিরবেন ক্ষমতায়, নন্দীগ্রাম দিবসে শপথ তৃণমূলের

Google Oneindia Bengali News

একুশের নির্বাচনের আগে তৃণমূলের স্লোগান 'খেলা হবে' সুপারহিট হয়ে গিয়েছে। নন্দীগ্রাম মমতার পায়ে আঘাত লাগার পর সেই 'খেলা হবে' স্লোগানই বদলে গিয়েছে। এবার স্লোগান উঠেছে 'ভাঙা পায়ে খেলা হবে'। মমতা বলেছেন, আমার শারীরিক যন্ত্রণার থেকে, হৃদয়ের যন্ত্রণা অনেক বেশি, তাই ভাঙা পায়েই সারা বাংলা ঘুরব।

ভাঙা পায়েই জেতা হবে, নবান্ন দখল হবে

ভাঙা পায়েই জেতা হবে, নবান্ন দখল হবে

নন্দীগ্রাম দিবস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লোগান তুললেন ভাঙা পায়েই খেলা হবে। সেই স্লোগানকে ভেঙে অভিষেক আবার বলেন, ভাঙা পায়েই জেতা হবে, নবান্ন দখল হবে। তিনি কার্যত হুঙ্কার ছেড়ে জানালেন, তৃণমূলকে রোখা যাবে না। যত ষড়যন্ত্র হোক না কেন, সব ষড়যন্ত্র কেটে ফের বেরিয়ে আসব আমরা।

শারীরিক যন্ত্রণার থেকে হৃদয়ের যন্ত্রণা অনেক বেশি

শারীরিক যন্ত্রণার থেকে হৃদয়ের যন্ত্রণা অনেক বেশি

মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে হুইলচেয়ারে করে পদযাত্রার নেতৃত্ব দেওয়ার পর সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, আমার পায়ে এখনও ব্যথা আছে। আমি আমার জীবনে অনেক আঘাতের মধ্যে দিয়ে এগিয়েছি। তাই এই আঘাত আমার কাছে কিছুই না। অনেকে জিজ্ঞাসা করেছেন আমার পায়ে যন্ত্রণা আছে কি না। হ্যাঁ, আমার যন্ত্রণা আছে। শারীরিক যন্ত্রণার থেকে হৃদয়ের যন্ত্রণা অনেক বেশি।

ভাঙা পায়েই বাংলা ঘুরে বেড়াবেন মমতা

ভাঙা পায়েই বাংলা ঘুরে বেড়াবেন মমতা

মমতা বলেন, চিকিৎসকদের ধন্যবাদ। তাঁরা আমাকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন, ফের বেরনোর অনুমতি দিয়েছেন। চার-পাঁচদিন নষ্ট হয়ে গেল। সামনে অনেক কাজ। মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে জাগ্রত করতে হবে। ভাঙা পায়েই বাংলা ঘুরে বেড়াব।

আহত বাঘ আরও ভয়ঙ্কর, বললেন মমতা

আহত বাঘ আরও ভয়ঙ্কর, বললেন মমতা

মমতা বলেন, আহত বাঘ আরও ভয়ঙ্কর। নিজেকে আহত বাঘের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এবার বাংলায় খেলা হবে। হাজরা মোড় আমার প্রিয় জায়গা। এই হাজরায় আমাকে বহুবার প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। আবার এই হাজরা আমার প্রাণ ফিরিয়ে দিয়েছে। হাজরার বুকে দাঁড়িয়ে এই মিছিলে সমাপ্তি ঘোষণা করে তিনি আগামী দিনে জয়ের শপথ নেন।

দলবদলের জল্পনায় অবস্থান স্পষ্ট করলেন সোমেন পুত্র রোহন, অধীরকে দিলেন বার্তাদলবদলের জল্পনায় অবস্থান স্পষ্ট করলেন সোমেন পুত্র রোহন, অধীরকে দিলেন বার্তা

English summary
Mamata Banerjee gives message to win with broken leg in West Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X