For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বহিরাগতরা বাংলা চালাবে না! একুশের সমাবেশ থেকে ২০২১-এ বঙ্গ বিজয়ের বার্তা মমতার

বহিরাগতরা বাংলা চালাবে না! একুশের সমাবেশ থেকে একুশে বঙ্গ বিজয়ের বার্তা মমতার

Google Oneindia Bengali News

একুশে জুলাইয়ের ভার্চুয়াল শহিদ সমাবেশ থেকে ২০২১-এ বাংলা দখলের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র যেভাবে বাংলাকে অসম্মান করছে তার বদলা আমরা নেব। বহিরাগতরা বাংলা চালাবে না। বাংলা এখানকার লোক চালাবে। আগামী বছর বিধানসভা নির্বাচনে জেতার পর সর্ববৃহৎ সভা হবে। তার প্রস্তুতি এখন থেকেই চলবে।

মমতা একুশের বার্তা দিলেন একুশের সমাবেশ থেকে

মমতা একুশের বার্তা দিলেন একুশের সমাবেশ থেকে

বিধানসভা ভোটের আগে শেষ ২১ জুলাই ধর্মতলায় সভা করতে না পারার জন্য ব্যথিত হৃদয়ে এদিন শহিদদের স্মরণ করে বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ধর্মতলার বদলে এবার ৬২৬০০ বুথে পৌঁছে গিয়েছে এই শহিদ-তর্পণ। আর কালীঘাট থেকে তিনি বাংলার মানুষকে একুশের বার্তা দিয়ে রাখলেন।

অনেকে ভয়ে কথা বলতে পারছে না দেশে

অনেকে ভয়ে কথা বলতে পারছে না দেশে

মমতা বলেন, আজ দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে, অনেকে ভয়ে কথা বলতে পারছে না দেশে। দিল্লি-গুজরাত-উত্তরপ্রদেশ থেকে শুরু করে সারা দেশে তাণ্ডব চলছে। লাদাখে শহিদ জওয়ানদের হারিয়েছি আমরা। এই সকল শহিদকে স্মরণ করছি। করোনায় আমরা অনেককে হারিয়েছি। আমাদের দলের তমনোশ ঘোষ, অবনী জোয়ারদারদের হারিয়েছি আমরা। অনেককে হারিয়েছি আম্ফান বিপর্যয়েও। তাঁদের সবাইকে স্মরণ করছি আমরা।

বাংলা লন্ডভন্ড করে দিচ্ছে বাম-বিজেপি-কংগ্রেস

বাংলা লন্ডভন্ড করে দিচ্ছে বাম-বিজেপি-কংগ্রেস

মমতা বলেন, আম্ফানের ক্ষতিগ্রস্তদের সাড়ে ৬ হাজার কোটি খরচ হয়েছে। বাকিদের যাঁরা জেনুইন তাদের কাছে টাকা পৌঁছে যাবে। বড্ড মিথ্যে অপপ্রচার চলছে। একটা-দুটো জায়গায় কিছু হলেই বাংলা লন্ডভন্ড করে দিচ্ছে বাম-বিজেপি-কংগ্রেস। যদিও সরকার কোথাও কিছু হলেই ব্যবস্থা নিচ্ছে চটজলদি।

বাংলাকে অসম্মান করছে তার বদলা আমরা নেব

বাংলাকে অসম্মান করছে তার বদলা আমরা নেব

সরকার ১০ কোটি মানুষকে ফ্রি রেশন দিচ্ছে। তৃণমূল সরকারে থাকলে সারা জীবন ফ্রি রেশন-চিকিৎসা পাবে। আমরা অন্য জায়গা থেকে কামিয়ে গরিবদের মধ্যে দেব। কেন্দ্র যেভাবে বাংলাকে অসম্মান করছে তার বদলা আমরা নেব। বহিরাগতরা বাংলা চালাবে না। বাংলা এখানকার লোক চালাবে।

এরা কোথা থেকে এসেছে, কোথায় রাজনৈতিক জন্ম!

এরা কোথা থেকে এসেছে, কোথায় রাজনৈতিক জন্ম!

মমতা এদিন বলেন, সকাল থেকে উঠেও খারাপ কথা বলতে থাকে বিজেপি। জ্বালিয়ে পুড়িয়ে, এনকাউন্টারের কথা বলে। তিনি প্রশ্ন করেন, এরা কোথা থেকে এসেছে। কোথায় রাজনৈতিক জন্ম। কোনওদিন শুনিনি রাজনীতি করেছেন। আমরা বাংলায় বড় হয়েছি। আমরা এনপিআর, এনআরসি-র লড়াই ভুলিনি। কোভিড চলছে বলে এনপিআর, এনআরসির ভুলে যাইনি।

আম্ফানের পর বিজেপির কী নাচানাচি!

আম্ফানের পর বিজেপির কী নাচানাচি!

মমতা বলেন, আম্ফানের পর বিজেপির কী নাচানাচি। প্রধানমন্ত্রী এলেন ১ ঘণ্টার জন্য। তারপর বাংলা কি প্রাপ্য পেয়েছে? আমরা সাড়ে ৬ হাজার কোটি খরচ করেছি। আমরা পরিযায়ীদের ফ্রিতে এনে থাকার ব্যবস্থা করেছি। ২৫০ কোটি খরচ করেছি।

শুভেন্দুকে নিয়ে ফের জল্পনা, একুশের নির্বাচনের আগে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূলশুভেন্দুকে নিয়ে ফের জল্পনা, একুশের নির্বাচনের আগে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল

English summary
Mamata Banerjee gives message to win 2021 Assembly Election from 21 July virtual rally. TMC will do bib rally in 2021 after winning Assembly Election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X