For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির কালো মুখোশধারী রূপ খুলে দিন! গান্ধীজির বাণীতে যুদ্ধ-জয়ের বার্তা মমতার

বিজেপির কালো মুখোশধারী রূপ খুলে দিন! গান্ধীজির বাণীতে যুদ্ধ-জয়ের বার্তা মমতার

Google Oneindia Bengali News

হয় লড়বেন নয় মরবেন। করেঙ্গে ইয়ে মরেঙ্গে। গান্ধীজি যে বাণী দিয়ে গিয়েছিলেন, তাকে মূলধন করেই সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। বিজেপির কালো মুখোশধারী রূপটা টেনে খুলে নিতে হবে। ওরা ভয় দেখালেও আমরা ভয় পাবো না। বিজেপিকে হারাতে আমি লড়ব, মরব না। আমার বিশ্বাস ছাত্রছাত্রীরাও আমার সঙ্গে এই লড়াইয়ে থাকবেন। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির বিরুদ্ধে এক হওয়ার বার্তা

বিজেপির বিরুদ্ধে এক হওয়ার বার্তা

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের দামাম বাজিয়ে দিলেন। তিনি ছাত্রছাত্রী-সহ বাংলার মানুষকে বিজেপির বিরুদ্ধে এক হওয়ার বার্তা দিলেন। বিজেপি যে মিথ্যা অপপ্রচার চালিয়েছিল ২০১৯-এর নির্বাচনের আগে, তার জবাব দেওয়ার ডাক দিলেন মমতা।

ভোট পলিটিক্স করবেন না, কড়া বার্তা

ভোট পলিটিক্স করবেন না, কড়া বার্তা

মমতা বলেন, করোনার জেরা বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। জয়েন্ট এন্ট্রান্স, নিট নিয়ে চিন্তিত পরীক্ষার্থী-অভিভাবকরা। সবাই ভাবছে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হব না তো! পরীক্ষা নিয়ে গায়ের জোরে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে কেন্দ্র। স্কুল নিয়েও দিল্লি ফরমান দিচ্ছে। যাঁরা ভোট পলিটিক্স করছেন, তাঁদের পরিষ্কার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

‘মন কা বাত’ করে বেড়াচ্ছেন, খোঁচা

‘মন কা বাত’ করে বেড়াচ্ছেন, খোঁচা

মমতার কথায়, এখন তো শুনছি শিক্ষানীতি তৈরি করা হয়েছে। একবার আলোচনা করার প্রয়োজন মনে করেনি কেন্দ্র। শুনেছি মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না। কী হবে কে জানে! এক ভয়াবহ ভারতবর্ষের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর দেশের সরকার শুধু ভাষণ দিয়ে যাচ্ছে। ‘মন কা বাত' করে বেড়াচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী।

পার্থ চট্টোপাধ্যায়কে দায়িত্ব মমতার

পার্থ চট্টোপাধ্যায়কে দায়িত্ব মমতার

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনলাইন ও অফলাইন খতিয়ে দেখা হচ্ছে। তিনি স্পষ্ট বলে দেন, সেপ্টেম্বরে পরীক্ষা হবে না। পুজোর আগে পরীক্ষা করা যায় কি না খতিয়ে দেখা হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়কে এই বিষয়টি খতিয়ে দেখতে বলেন তিনি। বাড়ির কাছাকাছি সেন্টারের সম্ভাবনা খতিয়ে দেখতে নির্দেশ মমতার।

ভোট বৈতরণী পার করতে গুরুদায়িত্ব রাজীবকে, একুশের আগে অঙ্ক কষে এগোচ্ছে তৃণমূলভোট বৈতরণী পার করতে গুরুদায়িত্ব রাজীবকে, একুশের আগে অঙ্ক কষে এগোচ্ছে তৃণমূল

English summary
Mamata Banerjee gives message to Students to reveal BJP’s original look from TMCP’s Foundation Day,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X