For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যতদিন তৃণমূল গদিতে ততদিনই নিরাপদ! জঙ্গলমহলে হারানো জমি পুনরুদ্ধারে বার্তা মমতার

কলকাতার ঢঙেই পুরুলিয়ায় লম্বা মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে সমাবেশ থেকে তিনি বার্তা দিলেন নাগরিকত্বের নয়া আইনের বিরোধিতায়।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার ঢঙেই পুরুলিয়ায় লম্বা মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে সমাবেশ থেকে তিনি বার্তা দিলেন নাগরিকত্বের নয়া আইনের বিরোধিতায়। তারপর নাগরিকত্বের নয়া আইন বাতিলের শপথ নিলেন সবাইকে নিয়ে। আর এই সমাবেশ থেকেই মমতা বুঝিয়ে দিলেন যতদিন তৃণমূল গদিতে আছে, ততদিনই নিরাপদ।

মানুষের মাথার ছাদটুকুও কেড়ে নেবে বিজেপি!

মানুষের মাথার ছাদটুকুও কেড়ে নেবে বিজেপি!

মমতার কথায়, এই বিজেপি মানুষকে দেশছাড়া করবে। মানুষের মাথার ছাদটুকুও কেড়ে নেবে। তাই সাবধান। তিনি বলেন, আপনার মাথার উপর একটা আশ্রয় আছে, সেটা চলে যেতে দেবেন না। বিজেপি একটা অপশক্তি, তাদেরকে ক্ষমতায় আনবেন না ভুলেও। বিজেপি ক্ষমতায় এলে সমূহ বিপদ। তাই বিজেপিকে একা করে দিতে হবে।

তৃণমূলের লক্ষ্য হারানো জমি ফিরে পাওয়া

তৃণমূলের লক্ষ্য হারানো জমি ফিরে পাওয়া

কলকাতা পেরিয়ে পুরুলিয়ার মাটিতে ছুটেছেন মমতা। লক্ষ্য হারানো জমি ফিরে পাওয়া। কারণ এই জঙ্গলমহল থেকেই তৃণমূল হারতে শুরু করেছিল। আর এখানে এসেই তিনি বিপুল জনসমাবেশ ও বিশাল মিছিল করে তিনি হারানো জমি উদ্ধারের চেষ্টা করলেন। তিনি বলেন, এনআরসি করে বিজেপি দেশছাড়া করার চক্রান্ত করছে।

সবাই মিলে জোট বাঁধুন, তৈরি হোন, বার্তা মমতার

সবাই মিলে জোট বাঁধুন, তৈরি হোন, বার্তা মমতার

তিনি বলেন, সবাই মিলে জোট বাঁধুন, তৈরি হোন। সারা দেশে বিজেপিকে একা করে দিন। কাউকে বার করে দেওয়ার অধিকার বিজেপির নেই। সবার বেঁচে থাকার অধিকার রয়েছে, কাজ করার অধিকার রয়েছে। মানুষের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।

প্রতিবাদ দিল্লি পর্যন্ত পৌঁছে দিতে উদ্যোগ

প্রতিবাদ দিল্লি পর্যন্ত পৌঁছে দিতে উদ্যোগ

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিবাদ দিল্লি পর্যন্ত পৌঁছে দিতে চাইছেন। রাজ্যজুড়ে তো নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছেই, তা ক্রমশ শহর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে গ্রামে-গঞ্জে। এবার মমতা বার্তা দিলেন সেই প্রতিবাদকে রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যেও পৌঁছে দেওয়ার।

দেশের স্বাধীনতা বিপদের মুখে

দেশের স্বাধীনতা বিপদের মুখে

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নয়া নাগরিকত্ব আইনে বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন চলবে। আজ দেশের স্বাধীনতা বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে। নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদ আসলে গণতন্ত্র রক্ষার লড়াই। নাগরিকত্ব উৎখাতের চেষ্টা করছে বিজেপি। বিজেপির এই অপচেষ্টাকে রুখতে হবে।

 সত্যজিৎ বিশ্বাসের হত্যাকাণ্ড:আগাম জামিনের আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মুকুল রায় সত্যজিৎ বিশ্বাসের হত্যাকাণ্ড:আগাম জামিনের আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মুকুল রায়

English summary
Mamata Banerjee gives message to rescue the field of Janagalmahal again. Mamata says people are save until she will be in power
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X