For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস মোকাবিলায় তহবিলে দান করলে আয়করে ছাড়! নয়া উদ্যোগ মমতার

করোনা ভাইরাস মোকাবিলায় তহবিলে দান করলে আয়করে ছাড়! নয়া উদ্যোগ মমতার

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে ভারতেও। মুক্ত নয় বাংলাও। আর এই ভাইরাস মোকাবিলায় বিপুল অর্থের বোঝা সামলাতে মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ নিলেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের সঙ্গে এবার যুক্ত করা হল আপদকালীন ত্রাণ তহবিলকে। করোনা মোকাবিলায় এই তহবিলে দানের বার্তাও দিলেন তিনি।

আয়করে ছাড় দেওয়া হবে

আয়করে ছাড় দেওয়া হবে

এদিন তিনি আরও স্পষ্ট করেই জানিয়ে দিলেন, করোনা মোকাবিলায় তহবিলে দান করলে আয়কর দিতে হবে না। আয়করে ছাড় দেওয়া হবে। অর্থাৎ যে টাকা করোনা মোকাবিলায় তহবিলে দান করবেন, সেই অর্থ ছাড় দেওয়া হবে আয়করে। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন।

৩১ মার্চ ফের রিভিউ মিটিং

৩১ মার্চ ফের রিভিউ মিটিং

মমতার কথায়, আরও কিছু দিন এভাবে চলতে হতে পারে। ৩১ মার্চ ফের রিভিউ মিটিং করা হবে। তারপরই সিদ্ধান্ত হবে, আমরা লকডাউন শিথিল করব কি করব না। কোনওরকম হঠকারিতা করা যাবে না। কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না। ভিড এড়ানোর জন্য ধর্মীয় সংগঠনগুলিকে ধন্যবাদ দেন তিনি।

করোনা নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার

করোনা নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার

একইসঙ্গে মমতা বলেন, করোনা নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে এক শ্রেণির মানুষ। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বেলাঘাটায় চিকিৎসক অসুস্থ বলে বিভ্রান্তিমূলক প্রচার শুরু করা হয়েছিল। আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি। গোয়েন্দা বিভাগকে দেখতে বলেছি বিষয়টি।

পেনশন-রেশনও

পেনশন-রেশনও

বার্ধক্যভাতার দু-মাসের পেনশনও একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১ মাস বিনামূল্য রেশন দেওয়া হবে। তিন মাস বিনামূল্য কি না পরে বিবেচনা করা হবে। পরিস্থিতির পরিবর্তন না হলে রাজ্য সরকার সেই চিন্তাভাবনা করবে।

অত্যাবশ্যকীয় পণ্যে বাধা নয়

অত্যাবশ্যকীয় পণ্যে বাধা নয়

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, রাজ্যের সব বাজার খোলা আছে। কোনও চিন্তা নেই। খাদ্যদ্রব্য মজুত রয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য কিনতে বাধা দেওয়া যাবে না। পুলিশ এই লকডাউনের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বাধা দিয়েছে। সে জন্য ৭-৮ জন পুলিশকে আমরা ইতিমধ্যে ক্লোজড করেছি।

খাবার সংগ্রহ সুরক্ষা রেখে

খাবার সংগ্রহ সুরক্ষা রেখে

মমতা বলেন, আপনারা খাবার সংগ্রহ করুন, কিন্তু সুরক্ষা বজায় রেখে। যা নির্দেশিকা দেওয়া হয়েছে, সেগুলো মেনে চলুন। এর পাশাপাশি তিনি পুলিশকে বার্তা দিয়েছেন, মানবিক হতে হবে, সেইসঙ্গে কঠোরও। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ পেয়েছি। এসব মানব না। অনেক পুলিশ ভালো কাজ করছে, কেউ কেউ সমস্যা তৈরি করছে।

বার্ধক্যভাতার দু-মাসের পেনশনও একসঙ্গে, বিনামূল্যে রেশন একমাসের, ঘোষণা মমতারবার্ধক্যভাতার দু-মাসের পেনশনও একসঙ্গে, বিনামূল্যে রেশন একমাসের, ঘোষণা মমতার

English summary
Mamata Banerjee gives message to rebate in income tax if anyone donates in Corona Fund,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X