For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যদি কেউ না আসে একাই লড়াই চালাব, এনপিআর বৈঠক নিয়ে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা

যদি কেউ না আসে একাই লড়াই চালাব, এনপিআর বৈঠক নিয়ে গর্জে উঠলেন মমতা

Google Oneindia Bengali News

যদি কেউ না আসে আমি একলা লড়াই করব। কিন্তু এনআরসি-সিএএ তো নয়ই, এনপিআরও করতে দেব না বাংলায়। আমাদের লড়াই চলবে। শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসব থেকে এভাবেই গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনপিআর ইস্যুতে মোদী সরকারের পাশাপাশি একহাত নিলেন বিরোধীদের একাংশকেও।

আমি একাই প্রতিবাদ জানাব

আমি একাই প্রতিবাদ জানাব

সোমবার শিলিগুড়িতে এনপিআর নিয়েও সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এনপিআরের বিরোধিতা করে সবাই মোদীর ডাকা বৈঠকে চলে গেলেন। আমি যাইনি। অন্তত একজন তো প্রতিবাদে মুখ ফিরিয়ে নিল। কেউ আমার সঙ্গে না এলে আমি একাই প্রতিবাদ জানাব। বিজেপির চালাকি মানব না।

মুখের কথা আমি মানব না

মুখের কথা আমি মানব না

মমতা বলেন, এনপিআর বৈঠকে কেন যাব। যারা গেল, তাদের চালাকি করে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে। ওসব মুখের কথা আমি মানব না। কাগজ দিয়ে সব জানাতে হবে। আমিও প্রথমে ভেবেছিলাম এটা সেনশাস করা হচ্ছে। কিন্তু পরে বুঝলাম সবাইকে বোকা বানিয়ে ওরা এনআরসির প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে।

বিজেপির চালাকি ধরা পড়ে গিয়েছে

বিজেপির চালাকি ধরা পড়ে গিয়েছে

মমতা অভিযোগ করেন, ওরা জোর করে চালাকির মাধ্যমে এনআরসি করাতে চাইছে। এসব চক্রান্ত চালানো হচ্ছে। এনআরসি করার এই চক্রান্ত ধরা পড়ে গিয়েছে। অন্যদের বোঝাতে পারলেও আমাকে বোঝাতে পারবে না ওসব চালাকি দিয়ে। বিজেপিতে এনপিআরের মাধ্যমে এনআরসি করতে চাইছে, তা ধরা পড়ে গিয়েছে।

কেউ ভয় পাবেন না, আমি পাহারায় আছি

কেউ ভয় পাবেন না, আমি পাহারায় আছি

মমতা বলেন, কেউ ভয় পাবেন না। আমি আপনাদের পাহারাদার। কেউ এনআরসি নিয়ে চিন্তা করবেন না। আমাদের রাজ্যে এনআরসি হবে না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ততদিন বিজেপি এনআরসি করতে পারবে না বাংলায়। এটা আমাদের অঙ্গীকার। একটি রাজনৈতিক দল আইন পাল্টিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে। ওঁদের যোগ্য জবাব দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে।

শুধু ভোটে নয়, সারাবছরের পাহারাদার আমি

শুধু ভোটে নয়, সারাবছরের পাহারাদার আমি

শিলিগুড়ি উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বাংলার মাটিতে হামলা চালাতে দেব না। আমি শুধু ভোটের সময় আপনাদের পাহারাদার হই না। আমি সারাবছর আপনাদের পাহারাদার। তিনি নিজেকে পাহারাদার হিসেবে তুলে ধরে খোঁচা দেন নরেন্দ্র মোদীকে। সেইসঙ্গে জানিয়ে দেন, সিএএ, এনআরসি, এনপিআর কিছু হবে না।

'আমি আপনাদের পাহারাদার’, মোদীকে খোঁচা দিয়ে বাংলাকে এনআরসি-ভরসা দিলেন মমতা'আমি আপনাদের পাহারাদার’, মোদীকে খোঁচা দিয়ে বাংলাকে এনআরসি-ভরসা দিলেন মমতা

English summary
Mamata Banerjee gives message to fight against Modi government on NPR issue. She also gives message to opposition to fight lonely
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X