For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা চিকিৎসার পরিকাঠামো বেসরকারি হাসপাতালেও! পরিকল্পনার বাস্তবায়নে মমতা

করোনা মোকাবিলায় প্রতি জেলায় হাসপাতাল গড়ে তুলতে বৈঠক, পরিকল্পনার বাস্তবায়নে মমতা

Google Oneindia Bengali News

করোনা মোকাবিলায় বুক চিতিয়ে লড়াই করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে ভিডিও কনফারেন্সে প্রতিটি জেলার মেডিকেল ব্যবস্থাকে তৈরি থাকার বার্তা দিলেন। সেইসঙ্গে প্রতি জেলায় যে করোনা হাসপাতাল গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, তার সেট আপ তৈরির কাজও তিনি শুরু করে দিলেন।

করোনা মোকাবিলায় প্রতি জেলায় হাসপাতাল গড়ে তুলতে বৈঠক, পরিকল্পনার বাস্তবায়নে মমতা

মমতা বার্তা দিলেন, যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতাল গড়ে তুলতে হবে। সমস্ত জেলায় পরিকাঠামো গড়ে তুলতে তিনি যার পর নাই চেষ্টা চালাচ্ছেন। হাসপাতালের সুপার ও সিএমওএইচ-বিএমওএইচদের বার্তা দিলেন, অন্য রোগীরা যাতে অ্যাফেক্টেড না হয়, তা মাথায় রেখে করোনা চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি করতে হবে।

এদিন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য সমস্ত সুরক্ষার দিকে বিশেষ নজর দেন মুখ্যমন্ত্রী। এমনকী তাঁদের খাওয়াদাওয়া ঠিকঠাক হচ্ছে কি না, তাঁরা নিজেদের জীবন সুরক্ষার জন্য সতর্ক থাকছে কি না, তার খোঁজখবরও নেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন জেলায় কী পরিকাঠামো রয়েছে, সরকারি হাসপাতাল না হলেও বেসরকারি হাসপাতালের পরিকাঠামোতে করোনা চিকিৎসার ব্যবস্থা করার আর্জি জানান তিনি।

রাজ্যের ২২টি জেলায় করোনা চিকিৎসায় আলাদা হাসপাতাল গড়ে তোলা হবে বলে সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রতিটি জেলায় একটি করে হাসপাতাল বেছে নেওয়া হয়। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে নির্দিষ্ট হয় কোন হাসপাতাল এই পরিষেবা দেবে বা কোন হাসপাতালে করোনা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত করা হবে।

এপ্রিলের মাঝামাধি জরুরি অবস্থা জারি হতে পারে, গুজব ওড়াল সেনা বাহিনীএপ্রিলের মাঝামাধি জরুরি অবস্থা জারি হতে পারে, গুজব ওড়াল সেনা বাহিনী

English summary
Mamata Banerjee gives message to build corona hospital from video conference. She wants to stay ready to give treatment if corona cpread,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X