For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবাই মিলে জোট বাঁধুন, সারা দেশে বিজেপিকে একা করে দেওয়া বার্তা দিলেন মমতা

সবাই মিলে জোট বাঁধুন, তৈরি হোন। সারা দেশে বিজেপিকে একা করে দিন। পুরুলিয়ায় নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিলের সূচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কড়া বার্তা দেন।

  • |
Google Oneindia Bengali News

সবাই মিলে জোট বাঁধুন, তৈরি হোন। সারা দেশে বিজেপিকে একা করে দিন। পুরুলিয়ায় নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিলের সূচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কড়া বার্তা দেন। তিনি বলেন, কাউকে বার করে দেওয়ার অধিকার বিজেপির নেই। সবার বেঁচে থাকার অধিকার রয়েছে, কাজ করার অধিকার রয়েছে। মানুষের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।

সবাই মিলে জোট বাঁধুন, সারা দেশে বিজেপিকে একা করে দেওয়া বার্তা দিলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিবাদ দিল্লি পর্যন্ত পৌঁছে দিতে চাইছেন। রাজ্যজুড়ে তো নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছেই, তা ক্রমশ শহর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে গ্রামে-গঞ্জে। এবার মমতা বার্তা দিলেন সেই প্রতিবাদকে রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যেও পৌঁছে দেওয়ার।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নয়া নাগরিকত্ব আইনে বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন চলবে। আজ দেশের স্বাধীনতা বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে। নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদ আসলে গণতন্ত্র রক্ষার লড়াই। নাগরিকত্ব উৎখাতের চেষ্টা করছে বিজেপি। বিজেপির এই অপচেষ্টাকে রুখতে হবে।

মমতা বলেন, আন্দোলনে জড়িয়ে পড়েছে ছাত্র সমাজ। আন্দোলনে সামিল হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সবাই-ই বিক্ষিপ্তভাবে আন্দোলন করছে। এবার এই আন্দোলনকে সঙ্ঘবদ্ধ করতে হবে। সবাইকে ভেদাভেদ ভুলে এক জায়গায় আসতে হবে। কেননা এই প্রতিবাদী আন্দোলন আসলে মাথার উপর ছাদ রক্ষার আন্দোলন।

রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের চ্যালেঞ্জ! সমীক্ষাকারীদের বিদায় করুন ঝাঁটা পেটা করে, বললেন অনুব্রতরাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের চ্যালেঞ্জ! সমীক্ষাকারীদের বিদায় করুন ঝাঁটা পেটা করে, বললেন অনুব্রত

English summary
Mamata Banerjee gives message to build alliance against CAA and NRC. Mamata says it is movement of saving of democracy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X