For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিভাজন চাই না, দিঘার বিজনেস কনক্লেভে ‘বিবিধের মাঝে মহামিলনে’র বার্তা মমতার

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হ'ল রাষ্ট্রের নীতি। সেই নীতি মেনে আমাদের সরকার সর্বদাই বর্ণ-ধর্ম নিয়ে ভেদাভেদ করেননি। ধর্মের ভিত্তিতে বিভাজন কখনই চায় না তাঁর দল এবং তাঁর সরকার।

  • |
Google Oneindia Bengali News

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হ'ল রাষ্ট্রের নীতি। সেই নীতি মেনে আমাদের সরকার সর্বদাই বর্ণ-ধর্ম নিয়ে ভেদাভেদ করেননি। ধর্মের ভিত্তিতে বিভাজন কখনই চায় না তাঁর দল এবং তাঁর সরকার। দিঘায় বিজনেস কনক্লেভে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একতার বার্তা দেন। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্যসভায় যখন বিতর্ক চলছে তখন তিনি এই বহুত্বের মধ্যে ঐক্যের বার্তা দিলেন।

বিভাজন চাই না, দিঘার বিজনেস কনক্লেভে ‘বিবিধের মাঝে মহামিলনে’র বার্তা মমতার

লোকসভায় পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য ইতিমধ্যে বিল পাস হয়ে গিয়েছে। এদিনই রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেস হয়েছে। ঠিক তখনই মমতার বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দিলেন। বললেন, আমরা আমরা জাত, বর্ণ ও ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করি না। আমরা একসাথে থাকতে বিশ্বাস করি। আমরা একটি পরিবারের মতো চলতে চাই।

এদিন সম্মেলনে বাংলাদেশ, ভুটান, যুক্তরাজ্য, পোল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, রাশিয়া, ইতালি এবং চিনের মতো ২৮টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এই সম্মেলনে হর্ষ নেওটিয়া, ওয়াই কে মোদী, রুদ্র চট্টোপাধ্যায়, মায়াঙ্ক জালান, সঞ্জয় বুধিয়া প্রমুখ শিল্পপতিরাও অংশ নিচ্ছেন।

মমতা বলেন, জিডিপি বৃদ্ধি, বেকারত্বের হার, শিল্পের বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনের মতো অনেক ক্ষেত্রেই দেশের তুলনায় পশ্চিমবঙ্গ অনেক ভালো অবস্থানে রয়েছে। তিনি বলেন, রাজ্যের ভূমি ব্যবহার নীতি, ভূমি ব্যাংক, পর্যটন নীতি, আইটি নীতি এবং চা পর্যটন নীতি রয়েছে। তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, রাজ্য আপনাদের জন্য একটি 'মিষ্টি বাড়ি' দিচ্ছে। আপনারা বিনিয়োগ করুন।

২০১৯ -এ লতা, অভিনন্দনদের সঙ্গে একই তালিকায় রানু মণ্ডল! প্রকাশ্যে এল কোন তথ্য২০১৯ -এ লতা, অভিনন্দনদের সঙ্গে একই তালিকায় রানু মণ্ডল! প্রকাশ্যে এল কোন তথ্য

English summary
Mamata Banerjee gives message of unity in business conclave in Digha. She says Bengal doesn’t want dived and rule policy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X