For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশের নির্বাচনে রণকৌশল বোঝালেন মমতা, শালীনতা ও অনুশাসনে জোর দেওয়ার বার্তা

একুশের নির্বাচনে রণকৌশল বোঝালেন মমতা, শালীনতা ও অনুশাসনে জোর দেওয়ার বার্তা

  • |
Google Oneindia Bengali News

আর কলবিলম্ব নয়, ফেব্রুয়ারির পয়লা থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে একুশের নির্বাচনে জয়ের জন্য। সেজন্য সাংসদের নিজেদের এলাকায় বেশি করে সময় দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে দলের নেতা ও নেত্রীদের শালীনতা ও অনুশাসনে জোর দেওয়ার বার্তা দিয়েছেন দলনেত্রী।

কাদের নিয়ে লড়তে হবে ২০২১-এর কুরুক্ষেত্র

কাদের নিয়ে লড়তে হবে ২০২১-এর কুরুক্ষেত্র

শুক্রবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের নেতা-নেত্রীদের নিয়ে কোর কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে ভোটের কৌশল তৈরিই ছিল মূল উদ্দেশ্য। একইসঙ্গে তৃণমূলের কোন কোন নেতারা বেসুরো হয়ে অংশ নিচ্ছেন না বা কাদের নিয়ে এবার লড়তে হবে ২০২১-এর বিধানসভায়, তা জেনে নিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায।

শালীনতা বজায় রাখব, অনুশাসন মেনে চলব

শালীনতা বজায় রাখব, অনুশাসন মেনে চলব

এদিন কোর কমিটির বৈঠকে দলের সৈনিকদের মমতা নির্দেশ দেন, জন প্রতিনিধিদের যে যাঁর এলাকায় বেশি সময় দিতে হবে। সাংসদের সংসদীয় ক্ষেত্রে পড়ে থাকতে হবে। এবার লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে। সেই লড়াইয়ে শালীনতা বজায় রেখেই লড়তে হবে। আমরা অনুশাসন মেনে চলব। লাগামছাড়া নিশানা করব না।

রোস্টার ঠিক করে দেবে তৃণমূলের কোর কমিটি

রোস্টার ঠিক করে দেবে তৃণমূলের কোর কমিটি

কোন নেতা কোথায় প্রচার করবেন, কোন কেন্দ্রে কত সময় দেবেন, তার রোস্টার ঠিক করে দেবে কমিটি। সরকারের উন্নয়নমূলক প্রচার মানুষের সামনে তুলে ধরতে হবে। মানুষকে বোঝাতে হবে, কেন তৃণমূল কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করছে। সেইমতোই গেমপ্ল্যান তৈরি করা হয়েছে। তৃণমূলকে কৃষকদরদী হিসেবে তুলে ধরতে হবে, আর বিজেপিকে কৃষকবিরোধী।

শালীনতার সীমা ছাড়ালে হবে না, সতর্ক করলেন মমতা

শালীনতার সীমা ছাড়ালে হবে না, সতর্ক করলেন মমতা

এদিন দলীয় নেতাদের সতর্ক করা হয়েছে। দলের তরফে বলা হয়েছে, প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা ছাড়ালে হবে না। এমন কিছু বলা যাবে না, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। মদন মিত্রকে এই মর্মে সতর্ক করে দেওয়া হয়েছে। তিনি সম্প্রতি একটি বিতর্কে বিজেপি সাংসদ অর্জুন সিংকে অশালীন আক্রমণ করেন।

জঙ্গলমহলের প্রচারে বেশি ব্যবহার সুজাতা খাঁকে

জঙ্গলমহলের প্রচারে বেশি ব্যবহার সুজাতা খাঁকে

কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিজেপি থেকে আসা সুজাতা খাঁকে জঙ্গলমহলের প্রচারে বেশি ব্যবহার করতে হবে। সুজাতা খাঁয়ের প্রশংসা করে মমতা তাঁকে প্রচারের দায়িত্ব ঠিক করে দেন আগেভাগে। এদিন উপস্থিত ছিলেন ছত্রধর মাহাতোও। এদিন মূলত একুশের ভোটের প্রস্তুতি বৈঠক হয়।

মমতার ছবি হাতে ইস্তফা রাজীবের ড্রামাবাজি! ভাঙন ইস্যুতে ব্যাখ্যা সৌগতর মমতার ছবি হাতে ইস্তফা রাজীবের ড্রামাবাজি! ভাঙন ইস্যুতে ব্যাখ্যা সৌগতর

English summary
Mamata Banerjee gives message of decency and discipline in TMC before 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X