শুভেন্দুদের ভুলে যাওয়ার পরামর্শ মমতার! তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে এবার কারা
তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে এলেন তিন নতুন মুখ। শুক্রবার কালীঘাটে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন তিন নাম জানিয়ে করে বার্তা দেন, কে এল আর কে গেল, তা গুরুত্ব দেওয়ার কোনও দরকার নেই। এখন ২০২১-এর লক্ষ্যে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এক ইঞ্চি জমিও ছাড়া যাবে না প্রতিপক্ষকে।

একুশের রণকৌশল ঠিক করতে বৈঠক মমতার
২০২১-এ বাংলায় সম্মুখ সমরে অবতীর্ণ হয়ে চলেছে তৃণমূল ও বিজেপি। আর মাত্র ৩ মাস বাকি বিধানসভা নির্বাচনের। তার আগে একুশের রণকৌশল ঠিক করতেই এদিন ওয়ার্কিং কমিটির বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, সুব্রত মুখোপাধ্যায় ও প্রশান্ত কিশোর।

ওয়ার্কিং কমিটির নতুন তিন সদস্যের নাম ঘোষণা
এদিন ওয়ার্কিং কমিটির নতুন তিন সদস্যের নাম ঘোষণা করা হয়। নতুন তিন সদস্য হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটক। এরপর দলের নেতাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবাইকে এককাট্টা হয়ে কাজ করতে হবে। কৃষি আইনের বিরোধিতা চলবে। তিনি শেষপর্যন্ত কৃষকদের পাশে থাকবেন বলেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

কে এল কে গেল, তাতে কিছু এসে যায় না
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলত্যাগীদের গুরুত্ব দেওয়ার কোনও দরকার নেই। কে এল কে গেল, তাতে কিছু এসে যায় না। সরকারের উন্নয়নমূলক কাজই হবে আমাদের হাতিয়ার। আমাদের সরকার মানুষের পাশে থেকেছে। মানুষের পাশে থাকবে। এই সত্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দু অধিকারীদের গুরুত্ব দিতে নারাজ মমতা
উল্লেখ্য, ২০২১-এর তৃণমূলের অ্যাসিড টেস্টের আগে দলে ভাঙন প্রবণতা বেড়েছে। শুভেন্দু অধিকারীর মতো দলের প্রথম সারির নেতা বিরোধী শিবিরে যোগদান করেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলত্যাগকে সেভাবে গুরুত্ব দিতে নারাজ। তাঁর কথায়, মানুষ আমাদের সঙ্গে রয়েছে, তাই কে এল কে গেল দেখার কোনও দরকার নেই।