For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি এখন অস্তাচলে, ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ‘ভবিষদ্বাণী’ করেই দিলেন মমতা

পুরুলিয়া হিন্দিভাষীদের নিয়ে সভা করে বিজেপিকে চরম বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের জনসভা থেকে তিনি আরও একবার মনে করিয়ে দেন দেশে বিজেপি অস্তাচলে যেতে বসেছে।

  • |
Google Oneindia Bengali News

পুরুলিয়া হিন্দিভাষীদের নিয়ে সভা করে বিজেপিকে চরম বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের জনসভা থেকে তিনি আরও একবার মনে করিয়ে দেন দেশে বিজেপি অস্তাচলে যেতে বসেছে। ২০১৯-এ বিজেপির পতন অবশ্যম্ভাবী। ২০১৯-এর সেমিফাইনাল যুদ্ধেই সেই আভাস মিলবে। পাঁচ রাজ্যের ফলাফল প্রকাশের পরই স্পষ্ট হয়ে যাবে সবকিছু।

বিজেপি হারতে চলেছে

বিজেপি হারতে চলেছে

মুখ্যমন্ত্রী এদিন সাফ জানিয়ে দেন, রাজস্থানে বিজেপি হারতে চলেছে। আর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়েও হাল খারাপ বিজেপির। ছত্তিশগড়ে ভোট হয়ে যাওয়ার পরও আগুন জ্বলছে। বিজেপি ওখানে একেবারেই ব্যর্থ। ১৫ বছরেও মাওবাদী সমস্যার সমাধান করতে পারেনি। আমরা কিন্তু ক্ষমতায় আসার দু-বছরের মধ্যেও মাওবাদী সমস্যার সমাধান করেছি।

জঙ্গলমহলে আমূল বদল

জঙ্গলমহলে আমূল বদল

জঙ্গলমহলের পুরুলিয়ায় দাঁড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, সেইসব দিনগুলোর কথা। যখন বোমা-গুলির আওয়াজে মানুষের ঘুম ভাঙত। বারুদের গন্ধ ভেসে বেড়াত জঙ্গলমহলের বাতাসে। বাংলায় মা-মাটি-মানুষের সরকার ক্ষমতায় আসার পর আমূল পরিবর্তন হয়ে গিয়েছে পরিস্থিতি। এখন উন্নয়নের বন্যা বইছে জঙ্গলমহলে।

দেশকে বিক্রি রাজনীতি নয়

দেশকে বিক্রি রাজনীতি নয়

বিজেপিকে নিশানা করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, দেশকে বিক্রি করার জন্য রাজনীতি নয়। দেশকে রক্ষা করাই রাজনীতিকের মূল কাজ। বিজেপির আমলে বহু মানুষ দেশ ছে়ড়ে চলে গিয়েছেন। বিজেপি দেশ চালাতে পারছে না। দেশের মানুষও ভয়ে ভয়ে থাকছেন সবসময়।

[আরও পড়ুন: ভোট পিছিয়ে গেল রাজ্যে! প্রশাসক নিয়োগের লক্ষ্যে বিল পাস হয়ে গেল বিধানসভায়][আরও পড়ুন: ভোট পিছিয়ে গেল রাজ্যে! প্রশাসক নিয়োগের লক্ষ্যে বিল পাস হয়ে গেল বিধানসভায়]

তৃণমূল ভাবে দশের কথা

তৃণমূল ভাবে দশের কথা

পুরুলিয়ায় হিন্দিভাশী মানুষদের কাছে মুখ্যমন্ত্রী বার্তা দেন, আমরা সবার আগে মানুষের কথা ভাবি। তাই আমরা ছটপুজোয় সময় ছুটি দিয়েছি দুদিন। কেন্দ্রীয় সরকার একদিনও ছুটি দেয়নি। আমরা মানুষর হৃদয় জিততে চাই। আমাদের কাজের মধ্য দিয়ে। তাই বলি, আপনাদের কী সমস্যা খাদ্যমন বাড়িতে জল জমলেই এবার মহাবিপদ! জরিমানার অঙ্কে চোখ কপালে উঠবে, সাবধান ত্রীকে জানান, আমাদের সাধ্যমতো চেষ্টা করব।

[আরও পড়ুন: বাড়িতে জল জমলেই এবার মহাবিপদ! জরিমানার অঙ্কে চোখ কপালে উঠবে, সাবধান ][আরও পড়ুন: বাড়িতে জল জমলেই এবার মহাবিপদ! জরিমানার অঙ্কে চোখ কপালে উঠবে, সাবধান ]

মিথ্যা প্রতিশ্রুতি দিই না

মিথ্যা প্রতিশ্রুতি দিই না

আমরা ভোটের আগে যা বলি, ভোটের পরও তাই করি। আমাদের দলে তারা নেই, যাঁরা ভোটের পর প্রতিশ্রুতির কথা ভুলে যায়। আমরা যে কথা দিয়ে মানুষের ভোট নিই, ভোটের সবার আগে চেষ্টা করে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে। কিন্তু আপনারা ভাবুন, বিজেপি কী প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিল, আর এই সাড়ে চার বছরে তারা কী দিয়েছে।

[আরও পড়ুন: লোকসভা ভোটের কোথায় কী, হয়ে গেল প্রার্থী ঘোষণা! টুইট-চমক তৃণমূলের সাংসদের ][আরও পড়ুন: লোকসভা ভোটের কোথায় কী, হয়ে গেল প্রার্থী ঘোষণা! টুইট-চমক তৃণমূলের সাংসদের ]

English summary
CM Mamata Banerjee gives message BJP is way to end in Assembly Election also. She attacks BJP in Purulia’s public meeting with Hindi-speaking man
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X