For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুকে মুখ করতে চাইছে বিজেপি! একুশের আগে ‘মাস্টারস্ট্রোক’ দিয়ে দিলেন মমতা

২০২১ নির্বাচন এবার প্রেস্টিজ ফাইটও বটে। তাই যে কোনও মূল্যে জিততে চাইছে দু-পক্ষই। বিজেপি ভাবছে এই সুযোগ তৃণমূলকে হারিয়ে বাংলার মসদন দখল করার।

Google Oneindia Bengali News

২০২১ নির্বাচন এবার প্রেস্টিজ ফাইটও বটে। তাই যে কোনও মূল্যে জিততে চাইছে দু-পক্ষই। বিজেপি ভাবছে এই সুযোগ তৃণমূলকে হারিয়ে বাংলার মসদন দখল করার। আর তৃণমূল ভাবছে যে কোনমও মূল্যে বাংলার ক্ষমতা দখলে রাখতে। বিজেপিকে আটকাতে হবে, বাংলাকে রক্ষা করতে হবে। সেই লক্ষ্যেই মাস্টারস্ট্রোকটা দিয়েই দিলেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টারস্ট্রোক

মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টারস্ট্রোক

বিজেপি এবার বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখে হিসেবে শুভেন্দুকে চাইছিল অনেকদিন ধরে। ২০২১ যত কাছে আসছে, ততই জল্পনার পারদ চড়েছে। বিজেপিও নানা টোপ ফেলতে শুরু করেছে। তাই আগেভাগে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টারস্ট্রোক দিয়ে শুভেন্দুকে পূর্ণ দায়িত্বে নিযুক্ত করলেন বিজেপিকে হটানোর কাজে।

এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন

এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন

তৃণমূলের লক্ষ্য যেভাবেই হোক বিজেপির ক্ষমতা খর্ব করার। উত্তরবঙ্গের পাশাপাশি জঙ্গলমহলে এবার বিজেপি তৃণমূলের উপর থাবা বসিয়েছে। সেই জঙ্গলমহলকেই গেরুয়ামুক্ত করার গুরুভার মমতা বন্দ্যোপাধ্যায় সঁপেছেন শুভেন্দুর উপর। এক ঢিলে তিনি দুই পাখি মারতে চেয়েছেন।

তৃণমূলকে জেতাতে পারেন শুভেন্দুই

তৃণমূলকে জেতাতে পারেন শুভেন্দুই

মমতা এই দায়িত্ব দিয়ে বুঝিয়ে দিয়েছেন, তৃণমূলে শুভেন্দুর গুরুত্ব অপরিসীম। এমনকী তিনি সংগঠক হিসেবে অভিষেকের থেকেও গুরুত্ব পান। ফলে তাঁর বিজেপিতে যাওয়া আটকানোর এর থেকে বড় চাল আর কী হতে পারে। আর জঙ্গলমহলে বিজেপিকে আটকে তৃণমূলকে জেতাতে পারেন শুভেন্দুই, তিনিই ফের মমতার হাতে জঙ্গলমহলের কর্তৃত্ব তুলে দিতে পারেন।

তৃণমূলে এককভাবে দায়িত্বে শুভেন্দু

তৃণমূলে এককভাবে দায়িত্বে শুভেন্দু

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের হাল ফেরাতে বোট কৌশলী প্রশান্ত কিশোরকে নি্য়োগ করতে পারেন। তিনি তাঁর মতো করে পরিকল্পনা করছেন। কিন্তু মমতা যে শুভেন্দু অধিকারীকেও সমান গুরুত্ব দিচ্ছেন, সেই বিশেষ ভাবনারও প্রমাণ দিলেন তিনি। এবার তৃণমূলে এককভাবে দায়িত্ব পেতে চলেছেন শুভেন্দু।

মমতা মাস্টারস্ট্রোকে ধরাশায়ী বিজেপি

মমতা মাস্টারস্ট্রোকে ধরাশায়ী বিজেপি

প্রশান্ত কিশোর আসার পরও শুভেন্দু এককভাবেই চলছিলেন। তিনি নিজে যেটা ভাবছিলেন, সেটাই করছিলেন দল পরিচালনায়। কখনই তিনি অন্য কারও বুদ্ধি নিয়ে দলের সংগঠন সাজাননি। তবে অন্যের নাক গলানোয় সম্প্রতি তিনি সাংগঠনিক কাজ এড়িয়ে যাচ্ছিলেন। তার নিবৃত্তি ঘটাতেই মমতা নিতে চলেছেন একটা বড় পদক্ষেপ।

শুভেন্দু ময়দানে নামিয়ে বাজিমাতের আশা

শুভেন্দু ময়দানে নামিয়ে বাজিমাতের আশা

মমতা চাইছেন, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার জমি ফেরাতে শুভেন্দু অধিকারীকে ময়দানে নামাতে। তাই এবার কোনও রাখঢাক না করে দলের তরফে সুব্রত বক্সি সাফ জানিয়ে দিয়েছেন, শুভেন্দু তাঁর মতো করেই দল পরিচালনা করবেন, কেউ তাঁর কাছে বাধা সৃষ্টি করবেন না, এককভাবে তাঁর কাঁধেই উঠবে থাকবে চার জেলার সংগঠনের ভার।

English summary
Mamata Banerjee gives Masterstroke to stop BJP by Subhendu Adhikari. Mamata gives independent charge of four districts to Subhendu.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X