For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাস্তায় নেমে লক্ষ্মণরেখার মধ্যেই দুস্থদের পাশে দাঁড়ালেন মমতা, খাদ্যসামগ্রী বিলি লকডাউনে

রাস্তায় নেমে লক্ষ্মণরেখার মধ্যেই দুস্থদের পাশে দাঁড়ালেন মমতা, খাদ্যসামগ্রী বিলি লকডাউনে

Google Oneindia Bengali News

করোনা মোকাবিলায় ঘরে বসে না থেকে সুরক্ষা বলয় মেনে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও তিনি রাস্তায় নামলেন। নবান্ন থেকে বেরিয়ে সটান চলে গেলেন আলিপুর ও কালীঘাটে। মেয়র ফিরহাদ হাকিম ও নগরপাল অনুজ শর্মাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গরিব-দুস্থদের খাদ্যসামগ্রী বিলি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাস্তায় নেমে লক্ষ্মণরেখার মধ্যেই দুস্থদের পাশে দাঁড়ালেন মমতা, খাদ্যসামগ্রী বিলি লকডাউনে

রিকশাচালক, ভ্যানচালক, ফুটপাথবাসীদের খাবারের সংস্থান নেই এই লকডাউনের মধ্যে। দিনগুজরানও হচ্ছে না। এই অবস্থায় নিজে দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রী খাদ্যসামগ্রী তুলে ধরলেন। চাল, ডাল, আলুর প্যাকেট গরিবদের হাতে তুলে দেওয়া হল করোনার লক্ষ্মণরেখা মেনেই।

নবান্নে সাংবাদিক বৈঠক থেরেই সটান তিনি চলে যান আলিপুরে। সেখানে জেলা প্রশাসনিক ভবনের সামনে রাস্তার উপর দাঁড়িয়ে এলাকার ১০০ দুস্থ মানুষের হাতে ৫ কোটি চাল, ২ কেজি ডাল, ২ কোডি আলু, এক কেজি পিঁয়াজ ও ৫ কেজি আটা তুলে দেন। এরপর কালীঘাটে নাইট শেল্টারে গিয়ে ৩৫০ দুস্থের হাতে ওইসব খাদ্যসামগ্রী তুলে দেন।

কালীঘাট থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী চলে যান মিশনারিজ অফ চ্যারিটিতে। সেখানে গিয়ে তিনি জানেন আর্ত মানুষের সেবায় যদি কোনও সরকারি সাহায্যের প্রয়োজন হয়, তবে অবশ্যই যেন তা জানানো হয় তাঁকে। লকডাউনের কঠিন পরিস্থিতিতে তিনি পুলিশ-সহ সকলের ভূমিকা কী হওয়া উচিত, সেই বার্তাও দেন এদিন।

English summary
Mamata Banerjee gives food products for poor men in Kolkata in Lockdown. She raises food product in hand of them
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X