For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেসের টিকিট কারা পাবেন এবার পুরভোটে! এক ‘শর্তে’ গাঁথা কাউন্সিলরদের ভাগ্য

লোকসভায় আশাতীত ফল করতে পারেনি তৃণমূল। তাই এবার পুরসভো ভোটে কোনও ঝুঁকি নিতে চাইছেন না সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আটঘাট বেঁধে নামছেন লড়াইয়ে।

Google Oneindia Bengali News

লোকসভায় আশাতীত ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। তাই এবার পুরসভো ভোটে কোনও ঝুঁকি নিতে চাইছেন না সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আটঘাট বেঁধে নামছেন লড়াইয়ে। এই লড়াই ২০২১ বিধানসভা নির্বাচনের সেমিফাইনাল। তাই কোনও মতেই বিজেপিকে ফাঁকা জমি দেওয়া যাবে না। সেই লক্ষ্যেই কারা এবার টিকিট পাবেন তার শর্ত আরোপ করে দিলেন তিনি।

কোন পরীক্ষায় উত্তীর্ণ হলে টিকিট

কোন পরীক্ষায় উত্তীর্ণ হলে টিকিট

পুরভোট যত এগিয়ে আসছে, ততই পুরভোটের টিকিট প্রাপ্তি নিয়ে চাপানউতোরও তৈরি হচ্ছে দলের অন্দরমহলে। রাজ্যের শাসক শিবির এ ব্যাপারে ভাবনা-চিন্তা করেই এগোচ্ছে। কাউন্সিলরদের মন থেকে ধন্দ দূর করার পাশাপাশি সাফ করে দেওয়া হচ্ছে কোন পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি টিকিট পাবেন, আর কেন টিকিট পাবেন না।

আসন্ন পুরভোটে কে টিকিট পাবেন, কে পাবেন না

আসন্ন পুরভোটে কে টিকিট পাবেন, কে পাবেন না

মুখ্যমন্ত্রী এবার পুরভোটের টিকিট দেবেন নিজহাতে। দলের পক্ষ থেকে সে কথা সাফ করে দেওয়া হয়েছে। তাই দলের তরফে বিশেষ বার্তা, আসন্ন পুরভোটে কে টিকিট পাবেন, কে পাবেন না, তা না ভেবে যে যার কাজ শেষ করুন। মুখ্যমন্ত্রীকে তুষ্ট করতে গেলে একটাই শর্ত কাজ।

পুরসভা ভোটে প্রার্থী হওয়ার প্রথম শর্ত

পুরসভা ভোটে প্রার্থী হওয়ার প্রথম শর্ত

সম্প্রতি কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক করে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সেখানে তিনি দলের তরফে এই বার্তা পৌঁছে দেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। তাঁরা জানিয়ে দিয়েছেন, পুরসভা ভোটে প্রার্থী হওয়ার প্রথম শর্ত কিন্তু ১০০ শতাংশ কাজ।

পুনরায় টিকিট পাওয়া নিশ্চিত করতে

পুনরায় টিকিট পাওয়া নিশ্চিত করতে

যে কাউন্সিলর তাঁর ওয়ার্ডে ১০০ শতাংশ কাজ করতে পারবেন, তিনি প্রার্থী হিসেবে পুনরায় টিকিট পাওয়া নিশ্চিত করবেন। কেন তাঁকে পুনরায় প্রার্থী করা হবে, তাঁর উপযুক্ত কারণ থাকতে হবে। এই বার্তা দিয়ে প্রত্যেক কাউন্সিলরদের অবিলম্বে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

 হাল ছেড়ে দিয়েছেন যাঁরা, তাঁদের উদ্দেশ্যে

হাল ছেড়ে দিয়েছেন যাঁরা, তাঁদের উদ্দেশ্যে

উল্লেখ্য, অনেক কাউন্সিলরই টিকিট পাবেন না বুঝে হাল ছেড়ে দিয়েছেন। তাঁরা ওযার্ডের উন্নয়নমূলক কাজও করছেন না। অনেকে আবার সংরক্ষণের কোপে বাদ পড়বেন বলে কাজ নিয়ে কোনও মাথা ঘামাচ্ছেন না। ফলে পুর পরিষেবা বিঘ্নিত হচ্ছে। এ ব্যাপারে সাবধান করেন দেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিমরা।

পাঁচ বছরের জন্য দায়িত্ব

পাঁচ বছরের জন্য দায়িত্ব

তাঁরা কাউন্সিলরদের উদ্দেশ্যে জানান, আপনাদের পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ বছরের পুরো দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় টিকিট পাচ্ছেন না ধরে নিয়ে বসে গেলে কিন্তু চলবে না। তাঁরা মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব দিকে চোখ রয়েছে।

ভালো কাজ করলে, তার পুরস্কার

ভালো কাজ করলে, তার পুরস্কার

ফিরহাদ হাকিম বলেন, যাঁরা সংরক্ষণের জন্য টিকিট পাবেন না, তাঁরা অনেকেই ওয়ার্ডের উন্নয়নে হাল ছেড়ে বসে আছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর দায়িত্ব রয়েছে। তাই সেই দায়িত্ব ভুলে যাবেন না। ওয়ার্ডের কাজ বন্ধ করবেন না। আপনি ভালো কাজ করলে, তার পুরস্কার পাবেনই।

English summary
Who will get nomination for Municipal Election in TMC’s symbol . Mamata Banerjee gives condition to be candidate in Municipal Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X