For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হেরেছি তাই এসেছি! ‘মিথ্যাবাদী’দের হারাতে মমতা গুরুদায়িত্ব দিলেন শুভেন্দুকে

কেশিয়াড়িতে বেশ কিছু গ্রামসভায় তৃণমূল কংগ্রেস হেরেছে বিজেপির কাছে। তাই কেশিয়াড়ি পুনর্দখলের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

কেশিয়াড়িতে বেশ কিছু গ্রামসভায় তৃণমূল কংগ্রেস হেরেছে বিজেপির কাছে। তাই কেশিয়াড়ি পুনর্দখলের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কেশিয়াড়িতে উন্নয়নের বন্যা বইয়ে ফের মানুষকে তৃণমূল-মুখো করতে গুরু দায়িত্ব দিলেন শুভেন্দু অধিকারীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, গ্রাম পঞ্চায়েত বা সমিতি না থাকলেও, জেলা পরিষদ থেকে উন্নয়ন করা হবে।

হেরেছি তাই এসেছি

হেরেছি তাই এসেছি

কেশিয়াড়ির সভা থেকে মমতা বলেন, হেরেছি তাই এসেছি। মানুষকে ভুল বুঝিয়েছেন যারা, যারা চক্রান্ত করেছেন, তারা যোগ্য জবাব পাবেন। জনতার রাগকে সমর্থন করে মমতা বলেন, আমাদের উপর আপনাদের রাগ থাকতেই পারে। আপনাদের রাগকে আমি সমর্থনও করি। নিশ্চয় কোনও নেতা দুষ্টুমি করেছে। আমরা তাদের সরিয়ে দিয়েছি।

শুভেন্দুকে গুরুদায়িত্ব

শুভেন্দুকে গুরুদায়িত্ব

কেশিয়াড়িতে হারের পর মানুষের আস্থা ফিরিয়ে আনতে শুভেন্দু অধিকারীকে গুরুদায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু তুমি দায়িত্ব নাও। সবাইকে সঙ্গে নিয়ে এলাকায় উন্নয়নের বন্যা বইয়ে দাও। এখানকার সমস্ত মানুষ যেন সরকারি প্রকল্পের সমস্ত সুবিধা পায়।

জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন

জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন

মমতা বলেন, যেখানে আমাদের গ্রাম পঞ্চায়েত নেই, পঞ্চায়েত সমিতি নেই, সেখানে জেলা পরিষদের মাধ্যমে সরাসরি উন্নয়ন হবে। মোট কথা, যত উন্নয়নের স্কিম আছে, তার মাধ্যমে এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। মমতা বলেন, মানুষ রাগ করতে পারে। কিন্তু আমি কখনও মানুষকে ভুল বুঝি না।

ডেঞ্জারাস পার্টি বিজেপি

ডেঞ্জারাস পার্টি বিজেপি

মমতা বলেন, আপনাদের রাগকে আমি এইজন্য সমর্থন করি যে, আমাদের দলের কিছু লোক কিছু ভুল করতে পারে। তাদের আমরাও সরিয়ে দিয়েছি। কিন্তু আপনাদের যারা মিথ্যা কথা বলে ক্ষমতায় এসেছে, তাদের জন্য আমি আশঙ্কিত। কেননা তারা ভয়ঙ্কর। তারা ডেঞ্জারাস পার্টি। তারা দ্বারা কোনও উন্নয়ন সম্ভব নয়।

মিথ্যাবাদীদের হারাতে হবে

মিথ্যাবাদীদের হারাতে হবে

মুখ্যমন্ত্রীর কথায়, কেশিয়ারির কিছু পঞ্চায়েত আমরা হারিয়েছি। অপপ্রচার করে আমাদের হারানো হয়েছে। যারা মিথ্যা কথা বলে হারিয়েছে, তাদের তো হারাতে হবেই। কখনও বসন্তের কোকিলের মতো কিছু নেতা এসে আগুন লাগিয়ে চলে যায়। সেই আগুন নেভাতে হয় আমাদের। তাই আমাদের উপর আর রাগ করবেন না।

বিজেপি বিদায়ের অঙ্গীকার

বিজেপি বিদায়ের অঙ্গীকার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার ভারতেও শূন্য হয়ে যাবে বিজেপি। সিপিএমকে বিদায় দিয়েছি বাংলা থেকে। বিজেপিকেও দিল্লি থেকে বিদায় দেব। এটা আমাদের অঙ্গীকার। আগামী ২০১৯-এই সেই অঙ্গীকার রাখব আমরা। কারণ বিজেপিকে রাখতে দেশের ক্ষতি দশের ক্ষতি। দেশকে রক্ষা করতে হবে, দেশবাসীর সর্বনাশ আটকাতে হবে।

English summary
CM Mamata Banerjee gives charge to Subhendu Adhikari to return trust of Keshiari. She bewares to Keshiari of west Midnapur from BJP and masked CPM,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X