ঝাড়গ্রামের সভা থেকে উন্নয়নের বর্ণনা মমতার! সঙ্গে নতুন প্রতিশ্রুতিও, জেনে নিন বিস্তারিত
ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। আন্তর্জাতিক আদিবাসী দিবসের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, শান্তি থাকলেই উন্নয়ন হবে।

জঙ্গলমহলে হাসপাতাল, সেতু, পাকা রাস্তা, আইটিআই, সবই হয়েছে। সবই তৈরি করেছে তৃণমূল সরকার। বহু মানুষের চাকরি হয়েছে। আন্তর্জাতিক আদিবাসী দিবসের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রীতে সাহায্য দেওয়া হচ্ছে। কৃষকদের খাজনা মকুব করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার অলচিকিতে বইপ্রকাশ প্রকাশ করেছে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় আরও অলচিকি স্কুল তৈরির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আগামী দিনে ব্লকে ব্লকে আদিবাসী-সহ সকল তফশিলিভুক্ত গুণিজনদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সভায় মুখ্যমন্ত্রীর আবেদন, তাদের ছাড়া জনগণ যাতে অন্য কাউকে বিশ্বাস না করেন। জঙ্গলমহলের আদিবাসী জনগণকে তাদের পরিবারের সদস্য বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।