For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নজরে একুশের ভোট, বিশ্বস্ত ৭ নেতাকে নিয়ে কোর কমিটি গড়লেন মমতা, শিবিরে সামিল অভিষেকও

নজরে একুশের ভোট, বিশ্বস্ত ৭ নেতাকে নিয়ে কোর কমিটি গড়লেন মমতা, শিবিরে সামিল অভিষেকও

Google Oneindia Bengali News

নজরে বিধানসভা ভোট। বিজেপি তাক করে বসে আছে। হাইভোল্টেজ লড়াই হতে চলেছে ২০২১ সালের বিধানসভা ভোটে। সেদিকে নজর রেখেই বিশ্বস্ত ৭ নেতাকে নিয়ে কোর কমিটি গড়লেন তৃণমূল সুপ্রিমো। বিজেপির জোয়ারে অনেক ঘনিষ্ঠ নেতাই দল বদলেছেন। এবার আর তাই নজর সরাতে রাজি নন মমতা। কোর কমিটিতে তাই অভিষেককেও সামিল করেছেন তিনি।

কোর কমিটি

কোর কমিটি

বিধানসভা ভোটের দায়িত্ব দিয়ে ৭ জনকে নিয়ে কোর কমিটি গড়লেন মমতা। তাতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। একুশের বিধানসভা ভোটে এরাই পরিচালনা করবে জেলার নেতা-কর্মীদের। সরাসরি এঁরা যোগাযোগ রাখবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

সাংগঠনিক রদবদল

সাংগঠনিক রদবদল

রাজ্যের সাংগঠনিক পদেও ব্যপক রদবদল করা হয়েছে। গোষ্ঠিদ্বন্দ্ব মেটাতে একাধিক বিক্ষুব্ধ নেতাকে রাজ্যকমিটিতে গুরুত্ব দেওয়া হয়েছে। জেলা সভাপতি পদেও ব্যপক রদবদল করেছেন তৃণমূল কংগ্রেসে। অনেক সন্তর্পণে ঘুঁটি সাজিয়েছেন মমতা।

নতুন মুখের ভিঁড়

নতুন মুখের ভিঁড়

বৃহস্পতিবারের সাংগঠনিক বৈঠকে যে রদবদল করেছেন দলনেত্রী তাতে তরুণ মুখের ভিড় বেশি। জেলায় নেতৃত্বের আসনে তরুণদের উপর ভরসা করেছেন তৃণমূল সুপ্রিমো। কারণ বিজেপিকে হারাতে হলে তরুণরাই এখন তাঁর ভরসা। একাধিক প্রবীণ নেতা দল ছেড়েছেন।

জেলা পর্যবেক্ষক পদ বাতিল

জেলা পর্যবেক্ষক পদ বাতিল

সাংগঠনিক বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মমতা। জেলা পর্যবেক্ষকের পদটি একেবারেই বাতিল করে দিয়েছেন তিনি। সেই জায়গায় তৈরি করা হয়েছে জেলা কোঅর্ডিনেটর পদ। একুশের ভোটে এবার জেলা কো-অর্ডিনেটর পদেই কাজ করবে তৃণমূল কংগ্রেসে।

পেনশন ও বিমার কাজ সরলীকরণ! এবার ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ হোয়াটসঅ্যাপেরপেনশন ও বিমার কাজ সরলীকরণ! এবার ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ হোয়াটসঅ্যাপের

English summary
Mamata Banerjee form 7 member core committee for 2021 assembly election of Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X