For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরনো কর্মীদের ভুলে গিয়েছেন মমতা! সরকার ও দলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূলের অন্দরমহলের কথা জানালেন মুকুল

মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুকুল রায়। মুখ্যমন্ত্রী থেকে সরকার এবং দল সবই নিয়ন্ত্রণ করতেন এবং এখনও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।এমনটাই বললেন মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুকুল রায়। মুখ্যমন্ত্রী থেকে সরকার এবং দল সবই নিয়ন্ত্রণ করতেন এবং এখনও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই বললেন মুকুল রায়। ওনার নিয়ন্ত্রণের বাইরে দল চলত না বলেও জানিয়েছেন একসময়ের সহযোগী। পুরনোকর্মীদের উনি ভুলে গিয়েছেন বলেও কটাক্ষ করেছেন মুকুল রায়।

'সংগঠন দেখতেন মমতাই'

'সংগঠন দেখতেন মমতাই'

সংগঠন দেখার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেওয়ার প্রসঙ্গে মুকুল রায় বলেন, তৃণমূল নেত্রীই সংগঠন দেখতেন বরাবর। অন্য কেউ সেই কাজ করতেন না।

কটাক্ষ করে মুকুল রায় বলেন, দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারে মন্ত্রী কে হবে, তা যেমন উনি বলে দিতেন, অঞ্চল সভাপতি কে হবে, তাও তিনিই বলে দিতেন। জানিয়েছেন মুকুল রায়। ওনার নিয়ন্ত্রণের বাইরে দল চলত না বলেও মন্তব্য করেছেন মুকুল রায়।

'পুরনো কর্মীদের ভুলে গিয়েছেন মমতা'

'পুরনো কর্মীদের ভুলে গিয়েছেন মমতা'

দলের পুরনো কর্মীদের ঘরে ফেরানোর প্রসঙ্গও উঠে আসে। সেই সময় মুকুল রায় বলেন, দলের পুরনো কর্মীদের ভুলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরনো কর্মীদের ঘরে ফেরানোর চেষ্টা করলেও পারবেন না তিনি। বলেন মুকুল। বিজেপি নেতা আরও বলেন, প্রশাসন নির্ভর দল চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না বলে দাবি করেছেন মুকুল রায়।

[আরও পড়ুন:৪ পুরসভা দখলের পর চ্যালেঞ্জ মমতাকে! কমপক্ষে কতগুলি জিতবে বিজেপি, জানালেন মুকুল ][আরও পড়ুন:৪ পুরসভা দখলের পর চ্যালেঞ্জ মমতাকে! কমপক্ষে কতগুলি জিতবে বিজেপি, জানালেন মুকুল ]

 'রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে'

'রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে'

মুকুল রায় দাবি করেন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে। তার জন্য লড়াই শুরু হয়ে গিয়েছে। বাংলার মানুষ লড়াই করছে বলেও জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন:টলিউড থেকে ৬ জন তারকা যোগ দিচ্ছেন বিজেপিতে! অনুপমের পোস্ট ঘিরে কাউন্টডাউন শুরু ][আরও পড়ুন:টলিউড থেকে ৬ জন তারকা যোগ দিচ্ছেন বিজেপিতে! অনুপমের পোস্ট ঘিরে কাউন্টডাউন শুরু ]

English summary
Mamata Banerjee forget ex workers, claims BJP leader Mukul Roy. Calls forcome back to TMC will not fulfil, claims Mukul Roy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X