For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মূল্যবৃদ্ধি ঠেকাতে আলুর দাম বেঁধে দিলেন মমতা, নজরদারিতে পেঁয়াজও

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

সবজি
কলকাতা, ২৪ জুন: আলুর দাম ১৪ টাকা থেকে এক পয়সা বেশি নিলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে রাজ্য সরকার। রাজ্যের সব বাজারে এই নিয়ম প্রযোজ্য হবে। সোমবার অর্থাৎ গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলু এবং পেঁয়াজের দাম ক্রমশ বাড়তে থাকায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী এই বৈঠক ডেকেছিলেন। নির্দেশ দেওয়া হয়েছে, পাইকারি বাজারে জ্যোতি আলু বিক্রি করতে হবে ১২ টাকা কিলো দরে। খুচরো বাজারে দু'টাকা লাভ রেখে তা বিক্রি করা যাবে ১৪ টাকায়। পাশাপাশি, কলকাতা পুরসভা এলাকায় ২৭টি পুরবাজারে ওই দামে আলু বিক্রি করা হবে। পরে এই সুবিধা শহরতলিতেও চালু করবে রাজ্য সরকার।

প্রশাসন সূত্রে খবর, এ বছর রাজ্যে ৪০ লক্ষ মেট্রিক টন আলু উৎপন্ন হয়েছে। ফলে আলুর দাম বাড়ার কথা নয়। তবুও মজুতদারির কারণে আলুর দাম বাড়ছে।

আলুর পাশাপাশি দাম বাড়ছে পেঁয়াজেরও। খুচরো বাজারে এখন ৩০-৩৫ টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সরকারের দাবি, কিছুদিন আগে নাসিক পেঁয়াজের বাজারে টানা ধর্মঘট চলছিল। ফলে পোস্তা বাজারে যেখানে ২০-২১টি বড় ট্রাক ঢুকতে রোজ, তা বন্ধ হয়ে গিয়েছিল। এতে জোগানে টান পড়েছে। তবে নাসিকে ধর্মঘট উঠে যাওয়ায় আবার পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক হয়েছে। তিন-চারদিনেই পেঁয়াজের দাম কমবে বলে আশা। এর পাশাপাশি, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পেঁয়াজ যাতে বাংলাদেশে চোরাপথে চলে না যায়, সেই জন্য সতর্ক করা হয়েছে সীমান্তবর্তী জেলার থানাগুলিকে।

আলু, পেঁয়াজের পাশাপাশি মরশুমি সবজিরও দাম যাতে না বাড়ে, সেই জন্য সব জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলেছে নবান্ন।

English summary
Mamata Banerjee fixes rates for potato to control price rise, onion also under scanner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X