For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইদের দিন বাংলার দুই সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে ভোটের দিন ঘোষণায় ক্ষুব্ধ মমতা

একমাসের রমজান শেষে সম্ভবত আগামী ১৩ মে খুশির ইদ। গোটা দেশ মেতে উঠবে। আর সেদিনই মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে নির্বাচনের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। ইদের দিন এই দুই কেন্দ্রে ভোট গ্রহনের দিন ঘোষণা ক

  • |
Google Oneindia Bengali News

একমাসের রমজান শেষে সম্ভবত আগামী ১৩ মে খুশির ইদ। গোটা দেশ মেতে উঠবে। আর সেদিনই মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে নির্বাচনের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। ইদের দিন এই দুই কেন্দ্রে ভোট গ্রহনের দিন ঘোষণা করা নিয়ে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সংখ্যালঘু মানুষেরা।

কমিশনের কাছে ভোটের তারিখ পরিবর্তনের জন্য আবেদন করা হয়েছে। যদিও এখনও কমিশনের তরফে কিছু জানানো হয়নি।

ভোটের দিন ঘোষণা নিয়ে ক্ষুব্ধ মমতাও

ভোটের দিন ঘোষণা নিয়ে ক্ষুব্ধ মমতাও

ভোটের দিন ঘোষণা নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যে সিপিএম এবং কংগ্রেসের তরফে চিঠি দিয়ে দিন পিছনোর অনুরোধও জানানো হয়েছে। সোমবার কোভিড পরিস্থিতি নিয়ে মালদহে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেত্রী। সেখানেই উঠে আসে দুই কেন্দ্রে নির্বাচনের প্রসঙ্গ। ইদের দিন নির্বাচনের দিনক্ষণ ধার্য হওয়ায় ক্ষুব্ধ সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভোট বয়কটের হুমকিও দিচ্ছেন কেউ কেউ। এই বিষয়ে প্রশ্ন করা হলে অসন্তুষ্ট মমতা বলেন, "নির্বাচন কমিশনের কাছেও নিশ্চয়ই ক্যালেন্ডার আছে। আমি আর কী বলব বলুন। তবে আমরা এ ব্যাপারে চিঠি দেব। এখন নয়। সময় মতো চিঠি দেওয়া হবে কমিশনকে।"

দুই কেন্দ্রে করোনাতে প্রার্থীর মৃত্যু

দুই কেন্দ্রে করোনাতে প্রার্থীর মৃত্যু

সপ্তম দফা অর্থাৎ ২৬ এপ্রিল সামশেরগঞ্জআসনে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কংগ্রেস প্রার্থী রেজাউল হক করোনায় প্রয়াত হন। করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর। আর তাঁর মৃত্যু পরেই নিয়ম মেনে বাতিল করতে হয় সামশেরগঞ্জ কেন্দ্রের নির্বাচন। অন্যদিকে, জঙ্গিপুর কেন্দ্রেও ২৬ এপ্রিলই ভোট হওয়ার কথা ছিল। এই কেন্দ্রেও থাবা বসায় করোনা। গত ১৬ এপ্রিল মৃত্যু হয় এই কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী তথা আরএসপির লোকাল কমিটির সম্পাদক প্রদীপ নন্দীর। যথারীতি ওই কেন্দ্রেও ভোট পিছিয়ে দিতে হয়। সোমবার কমিশনের তরফে দুটি পৃথক বিবৃতি দিয়ে জানানো হয়, আগামী ১৩ মে ওই দুই কেন্দ্রে নির্বাচন। ভোটগণনা আগামী ১৮ মে। আর এই দিন ঘিরেই তৈরি হয়েছে অশান্তি।

কমিশনকে চিঠি বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনের

কমিশনকে চিঠি বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনের

সোমবার কমিশন এই দুই কেন্দ্রে ভোট ঘোষণার পরেই চিঠি লিখেছে বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন। তাতে তাঁদের দাবি, সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীর মৃত্যু ও অন্য দিকে জঙ্গিপুরের আর এস পি প্রার্থী মৃত্যুতে দুই কেন্দ্রে স্থগিত হয়েছিল নির্বাচন প্রক্রিয়া। নতুন দিন হিসেবে নির্বাচন কমিশন জানায় ১৩ মে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচন হবে। কিন্তু এই দিনে ঈদ উৎসব হতে পারে। তাতেই আপত্তি জানিয়েছেন তাঁরা। সেদিন যাতে ভোট গ্রহণ না করানো হয় সে বিষয়টি দেখার জন্যে কমিশনকে জানিয়েছেন তাঁরা। এছাড়াও একাধিক সংখ্যালঘু সংগঠনের তরফেও চিঠি দিয়ে কমিশনকে ভোট পিছানোর আবেদন জানানো হয়েছে।

English summary
mamata banerjee expresses frustration against ec over shamsherganj and jangipur poll dates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X