For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে উপহার পাঠিয়েছিলেন, সঙ্গীত সম্রাজ্ঞীর প্রয়াণে অর্ধদিবস ছুটি! ১৫ দিন শুধুই লতার গান

মমতাকে উপহার পাঠিয়েছিলেন, সঙ্গীত সম্রাজ্ঞী লতার প্রয়াণে অর্ধদিবস ছুটি ঘোষণা বাংলায়

Google Oneindia Bengali News

লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকবিহ্বল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু শোকপ্রকাশ করলেন না, তিনি স্মৃতি তর্পণ করলেন। সঙ্গীত-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের পাঠানো লকেটের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, তা এখনও সংরক্ষিত রয়েছে তাঁর কাছে, থাকবে সারা জীবন। এদিন লতা মঙ্গেশকরের প্রয়াণে অর্ধদিবস ছুটির কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতাকে উপহার পাঠিয়েছিলেন, সঙ্গীত সম্রাজ্ঞী লতার প্রয়াণে অর্ধদিবস ছুটি ঘোষণা বাংলায়

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামীকাল অর্থাৎ সোমবার রাজ্যে অর্ধদিবস ছুটি থাকবে। লতা মঙ্গেশকরের বিদেহী আত্মাকে শ্রদ্ধা জানাতেই এই ঘোষণা তাঁর। এছাড়া তিনি ঘোষণা করেন, ১৫ দিন লতা মঙ্গেশকরের গান বাজানো হবে রাজ্য। রাজধানী কলকাতারা প্রতিটি মোড়ে মোড়ে বাজবে লতা মঙ্গেশকরের গান।

মুম্বইয়ের ব্রিচ কান্ডি হাসপাতালে রবিবার সকালে প্রয়াত হন লতা মঙ্গেশকর। তাঁর প্রয়াণে শোকের ছায়া গোটা দেশে। তাঁকে হারিয়ে ভারতীয় সঙ্গীতজগতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ৯২ বছর বয়স হয়েছিল তাঁর। ২৮ দিনের লড়াই থেমে গেল তাঁর। লতা মঙ্গেশকর চলে গেলেন সুরলোকে। রেখে গেলেন তাঁর কালজয়ী সব গান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্মৃতিচারণ করে বলেন, ২০১১ সালে তিনি বাংলায় সরকার গঠন করার পর একটি উপহার পাঠিয়েছিলেন লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরের পাঠানো উপহার ছোট্ট একটি লকেট আজও সযত্নে রাখা আছে তাঁর কাছে। সেই উপহার তাঁর কাছে অমূল্য। তা সারাজীবন তিনি সংরক্ষিত করে রাখবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা সঙ্গীত জগতে বিশাল কানেকশন ছিল লতা মঙ্গেশকরের। বলিউড-হলিউড জগতে তো বটেই, বাংলাতেও তিনি অমর হয়ে আছেন তাঁর সৃষ্টিতে। আকাশপ্রদীপ জ্বলে তাঁর প্রথম বাংলা গানের রেকর্ড। সেই গান মনের মণিকোঠায় এমনভাবেই গেঁথে আছে, মাঝেমধ্যেই সেই সুর ক্যাসিওতে বাজান। লতাজির প্রথম বাংলা গানেই ক্যাসিওয় হাতেখড়ি হয় তাঁর, একথা জানিয়ে মমতা শ্রদ্ধা নিবেদন করেন।

ব্যক্তিগত থেকে পেশাদার, গানের জগতে দিদি লতাই ছিলেন বোন আশা ভোঁসলের একমাত্র প্রতিদ্বন্দ্বীব্যক্তিগত থেকে পেশাদার, গানের জগতে দিদি লতাই ছিলেন বোন আশা ভোঁসলের একমাত্র প্রতিদ্বন্দ্বী

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বাংলার সর্বোচ্চ সঙ্গীত সন্মান দিতে চেয়েছিলেন। কিন্তু অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। বঙ্গবিভূষণ সম্মান তাঁকে প্রদান করতে পারিনি সেই ক্ষেদ রয়েই যাবে। তবে তাঁর সঙ্গে দু-বছর আগেও কথা হয়েছিল। তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তাও সম্ভব হয়নি।

লতা মঙ্গেশকরের প্রয়াণে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় অর্ধদিবস ছুটি ঘোষণা করেছেন। তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের থেকেও বড় হল বিশ্ব আজ কিংবদন্তি শিল্পীকে হারাল।

'হেমন্তদা’র জন্যই আনন্দমঠে 'বন্দেমাতরম’ গেয়েছিলেন লতা, তারপর ইতিহাসে তাঁদের জুটি'হেমন্তদা’র জন্যই আনন্দমঠে 'বন্দেমাতরম’ গেয়েছিলেন লতা, তারপর ইতিহাসে তাঁদের জুটি

শোকবার্তায় তিনি লেখেন, সুর সম্রাজ্ঞী ও অন্যান্য প্রতিভাময়ী সর্বজনশ্রদ্ধেয় লতা মঙ্গেশকর দীর্ঘ আট দশক ধরে কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছে। হিন্দি-মারাঠি-বাংলা-সহ ৩৬টি ভাষায় তিনি ৩০ হাজারেরও বেশি গান গেয়েছেন। ভারতীয় ও বিদেশি ভাষায় তাঁর সমস্ত রকমের গান- ক্ল্যাসিক্যাল, গজল, ভজন, আধুনিক ও সিনেমার গান আজও সমান জনপ্রিয়। বাংলা সঙ্গীত জগতের সঙ্গে তাঁর গভীর যোগ ছিল। আমাদের নক্ষত্রদের সাধনা ও তাঁর প্রতিভা পরস্পরকে সমৃদ্ধ ও অভিষিক্ত করেছিল।

English summary
Mamata Banerjee expresses condolence to Lata Mangeshkar’s passes away and announce half holiday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X