For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘কী অপরাধ ছিল ১১ জনের! ভোটার তালিকা থেকে যেন ইচ্ছাখুশি নাম না কাটা হয়’

ভোটার তালিকা থেকে যেন ইচ্ছাখুশি নাম না কাটা হয়। পশ্চিম মেদিনীপুরের ডেবরার সভা থেকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বাংলার মানুষকে আশ্বস্ত করলেন।

  • |
Google Oneindia Bengali News

ভোটার তালিকা থেকে যেন ইচ্ছাখুশি নাম না কাটা হয়। পশ্চিম মেদিনীপুরের ডেবরার সভা থেকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বাংলার মানুষকে আশ্বস্ত করলেন। আতঙ্কের কিছু নেই। বাংলায় এনআরসি হবে না। কারও নাম বাদ পড়বে না। এদিনই তিনি নতুন ডিজিটাল রেশনকার্ড তৈরি ও রেশনকার্ডে ভুল সংশোধনের সময়সীমা বাড়িয়ে দেন।

‘কী অপরাধ ছিল ১১ জনের! ভোটার তালিকা থেকে যেন ইচ্ছাখুশি নাম না কাটা হয়’

মমতা এদিন বলেন, ১১ জন আত্মহত্যা করেছে, কী অপরাধ ছিল তাঁদের। তাই কারও নাম বাদ দেবেন না ভোটার তালিকা থেকে। তিনি এই মর্মে বিধায়ক ও জনপ্রতিনিধিদের তদারকির নির্দেশ দেন। যাঁদের নথিপত্র বন্যায় নষ্ট হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে, তাঁদের ভোটার লিস্টে নাম তুলতে সাহায্য করার নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী এদিন পঞ্চায়েত, সমিতি, জেলা পরিষদ সদস্য থেকে শুরু করে বিধায়ক-সাংসদেরও সাধারণ মানুষের পাশে থাকতে বলেন। যাঁরা সব হারিয়েছে, তাঁদের অবহেলা করে তাড়িয়ে দেবেন না। তাঁরা যাতে ভোটার তলিকায় নাম তুলতে পারেন, তা দেখুন। তিনি সরকারি আধিকারিকদেরও একই বার্তা দেন।

[পুলিশের বিরুদ্ধে অভিযোগ খোদ পুলিশমন্ত্রীরই! আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উষ্মাপ্রকাশ][পুলিশের বিরুদ্ধে অভিযোগ খোদ পুলিশমন্ত্রীরই! আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উষ্মাপ্রকাশ]

এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রেশন কার্ড ভেরিফিকেশন ও ভ্রম সংশোধনের সময়সীমা ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত করা হচ্ছে। নতুন করে সময়সীমা বাড়ানো হচ্ছে একমাস। প্রথম দফায় ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি শেষ হচ্ছে। দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

[ জল সংরক্ষণের বার্তা নিয়ে আসছে হরিদেবপুর বিবেকান্দ স্পোর্টিং ক্লাব][ জল সংরক্ষণের বার্তা নিয়ে আসছে হরিদেবপুর বিবেকান্দ স্পোর্টিং ক্লাব]

English summary
CM Mamata Banerjee expresses anxiety to exclude the name from Voter List. She gives strong message her party also
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X