For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদ্যাসাগরের মূর্তি নিয়ে পদব্রজে কলেজে প্রতিস্থাপন মমতার, উসকে দিলেন বাঙালি আবেগ

১৪ মে বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পরই পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন নতুন মূর্তি স্থাপনের।

Google Oneindia Bengali News

১৪ মে বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পরই পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন নতুন মূর্তি স্থাপনের। এক মাসের মধ্যেই বিদ্যাসাগর কলেজে পূর্ণাবয়ব মূর্তি স্থাপন ও উন্মোচন করে ফের বাঙালি আবেগ উসকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিদ্যাসাগরের মূর্তি নিয়ে পদব্রজে কলেজে প্রতিস্থাপন মমতার, উসকে দিলেন বাঙালি আবেগ

শুধু বিদ্যাসাগর কলেজেই নয় হেয়ার স্কুলেও বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। তারপর পায়ে হেঁটে রাজপথ দিয়ে বিদ্যাসাগরের মূর্তি আনা হয় বিদ্যাসাগর কলেজে। সেখানে একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। আর একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়। এই মূর্তি পুনঃপ্রতিষ্ঠাপন করে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেন তাঁদের যাঁরা বাংলার সংস্কৃতি, বাংলার আবেগ নিয়ে ছিনিমিনি খেলছেন।

মঙ্গলবার দুপুরে হেয়ার স্কুল প্রাঙ্গনে একটি অনুষ্ঠান মাধ্যমে মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। সেই মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান একে একে বহু বিশিষ্ট ব্যক্তি। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মঞ্চে ছিলেন সংস্কৃত জগতের বিশিষ্ট ব্যক্তিরা। প্রধানমন্ত্রী কলকাতায় এসে বলেছিলেন, তিনি পঞ্চধাতুর মূর্তি স্থাপন করবেন ওই জায়গায়। প্রধানমন্ত্রীর সেই বার্তাকে অগ্রাহ্য করেই রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর পূর্ব কথা মতো এক মাসের মধ্যে মূর্তি পুনঃস্থাপন করেন।

এদিন বিদ্যাসাগরের মূর্তি পুনঃস্থাপনের আগে তিনি বাংলার সংস্কৃতি জগতের ব্যক্তিত্ব জয় গোস্বামী, সুবোধ সরকার, আবুল বাশার, শুভাপ্রসন্ন থেকে শুরু করে নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, সোহিনী সেনগুপ্ত, অরিন্দম শীলদের সঙ্গে পা মিলিয়ে বিদ্যাসাগরে মূর্তি নিয়ে আসেন বিদ্যাসাগর কলেজে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা টাকা দিয়ে কিছু করি না। হৃদয় ছুঁয়ে কাজ করি। বিদ্যাসাগরের মোট চারটি মূর্তি তৈরি হচ্ছে, তা হৃদয় দিয়ে।

মমতা বলেন, একটি মূর্তি ভেঙে আমাদের হৃদয়ের চেতনা ভাঙতে পারবে না কেউ। বাংলার সংস্কৃতিও ভুলিয়ে দিতে পারবেন না? তিনি বলেন, মূর্তি ভেঙে বর্ণপরিচয় মুছে ফেলা যায় না। মূর্তি ভাঙার জন্য আবারও বিজেপিকে দায়ী করে তাঁর কঠোর কঠোর বার্তা, তৃণমূলের কেউ এ কাজ করলে, তাঁকে রেয়াত করতাম না। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, বাংলাকে গুজরাট তৈরির ষড়যন্ত্র চলছে। কিন্তু মনে রাখবেন বাংলা গুজরাট নয়।

English summary
: Mamata Banerjee establishes the statue of Vidyasagar in Vidyasagar College. She walks with statue and then she unveils the statue in college
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X