mamata banerjee trinamool congress nrc caa siliguri west bengal মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এনআরসি নাগরিকত্ব সংশোধনী আইন শিলিগুড়ি পশ্চিমবঙ্গ
সিএএ-এনআরসি-বিরোধিতায় নতুন বছরে নতুন দিগন্ত দেখাবেন মমতা, আন্দোলন নয়া আঙ্গিকে
NRC এবং CAA-এর বিরোধিতায় নতুন বছরে নতুন দিগন্ত দেখাবেন মুখ্যমন্ত্রী । এই আশ্বাস নিয়ে শিলিগুড়ির বুকে হাটতে চলেছেন মমতা বন্দোপাধ্যায় । এই আইন বাতিলের দাবি নিয়ে আগামী ৩রা জানুয়ারি বিশাল মিছিল করবেন মুখ্যমন্ত্রী । আর এই আন্দোলনের জন্য ২রা জানুয়ারি শহরে ঢুকছেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরের দিন শুক্রবার সিএএ ও এনআরসির বিরোধিতায় শিলিগুড়ির মাল্লাগুড়ির ক্ষুদীরাম মুর্তির পাদদেশ থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত এই মিছিল হবে। যেখানে পা মেলাবেন পাহাড় সহ সমতল থেকে কয়েক লক্ষাধিক মানুষ । মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করে জানালেন দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার।
তিনি বলেন এই মিছিল যে রাস্তা দিয়ে এই মিছিল করার কথা ছিলো তা পরিবর্তন করা হয়েছে । মুখমন্ত্রী মাল্লাগুড়ি থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত মিছিল করবেন । রাজ্য জুড়েই তিনি নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে মিছিল করে যাচ্ছেন। নতুন বছরে শিলিগুড়িতে এই মিছিল করবেন ।