For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকারের সিদ্ধান্ত ফেডারালিজমে আঘাত! কেন্দ্রের দলকে প্রবেশাধিকারে নারাজ মমতা

মোদী সরকারের সিদ্ধান্ত ফেডারালিজমে আঘাত! কেন্দ্রের দলকে প্রবেশাধিকারে নারাজ মমতা

Google Oneindia Bengali News

বাংলায় লকডাউন মানা হচ্ছে না এবং বাংলার সাত জেলায় করোনা আক্রমণ যে হারে বাড়ছে এই আশঙ্কা করে জোড়া প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কিন্তু কেন্দ্রের এই প্রতিনিধি দলকে প্রবেশার অনুমতি দিতে নারাজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট বার্তায় সাফ জানিয়েছেন, এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী।

প্রস্তাবিত সফরের বিষয়ে আপত্তি মমতার

প্রস্তাবিত সফরের বিষয়ে আপত্তি মমতার

রাজ্যের কমপক্ষে সাতটি জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রস্তাবিত সফরের বিষয়ে আপত্তি জানিয়ে মমতা বলেন, আমরা জন্য কেন্দ্রীয় সরকারের সকল গঠনমূলক সমর্থন এবং পরামর্শকে স্বাগত জানাই। কিন্তু কেন্দ্র যে ভিত্তিতে রাজ্য তথা দেশের কয়েকটি নির্দিষ্ট জেলাকে হটস্পট হিসেবে নির্বাচিত করেছে, তা অস্পষ্ট।

প্রস্তাবিত সফরের বিষয়ে আপত্তি মমতার

প্রস্তাবিত সফরের বিষয়ে আপত্তি মমতার

রাজ্যের কমপক্ষে সাতটি জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রস্তাবিত সফরের বিষয়ে আপত্তি জানিয়ে মমতা বলেন, আমরা জন্য কেন্দ্রীয় সরকারের সকল গঠনমূলক সমর্থন এবং পরামর্শকে স্বাগত জানাই। কিন্তু কেন্দ্র যে ভিত্তিতে রাজ্য তথা দেশের কয়েকটি নির্দিষ্ট জেলাকে হটস্পট হিসেবে নির্বাচিত করেছে, তা অস্পষ্ট।

মমতার টুইট বার্তা

মমতার টুইট বার্তা

মমতা টুইট বার্তা জানান, আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী উভয়কেই অনুরোধ করছি কীসের ভিত্তিতে জেলাগুলিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হল তা জানতে চাইছি। কারণ কোনও বৈধ কারণ ছাড়াই কেন্দ্রের এই সিদ্ধান্ত আমরা এগিয়ে নিয়ে যেতে পারব না। কেন্দ্রের এই পরিদর্শন যুক্ররাষ্ট্র পরিকাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

রাজ্যে পরিদর্শনের বার্তা কেন্দ্রের

উল্লেখ্য, লকডাউনে বিধিভঙ্গের অভিযোগ তুলে রাজ্য পরিদর্শনে আসার কথা জোড়া কেন্দ্রীয় দলের। একটি দল কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর পরিদর্শন করবে। অন্য একটি দল, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি পরিদর্শন করবে। সূত্রের খবর, প্রতিটি দলে ৫ জন করে সদস্য থাকবেন। যাঁর নেতৃত্বে দেবেন কেন্দ্রের যুগ্মসচিব পর্যায়ের আধিকারিক।

পর্যবেক্ষণ নিয়ে তরজা তুঙ্গে

লকডাউনে বিধিভঙ্গের জেরে রাজ্যে বিপদ বেড়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী এই দল গঠন করা হয়েছে বলে কেন্দ্রের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে। পর্যবেক্ষকরা জেলারগুলির বাস্তব চিত্র খতিয়ে দেখবেন বলে মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানায় কেন্দ্র। পর্যবেক্ষণের পর এই দল পরিস্থিতি বিচার করে রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দেবে।

English summary
Mamata Banerjee denies permission to visit central teams in in West Bengal. Central teams wants to permission to go in corona-affected areas of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X