For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাজি জয়ন্তীতে জাতীয় ছুটি ঘোষণা করা হোক, কেন্দ্রের কাছে আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের

নেতাজি জয়ন্তীতে জাতীয় ছুটি ঘোষণা করা হোক, কেন্দ্রের কাছে আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের

Google Oneindia Bengali News

নেতাজি জয়ন্তীতে জাতীয় ছুটি ঘোষণা করা হোক। টুইটে কেন্দ্রের কাছে দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দেশ জুড়ে উদযাপিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। সন্ধেবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন।

জাতীয় ছুটি ঘোষণার দাবি

জাতীয় ছুটি ঘোষণার দাবি

আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন। গোটা দেশেই উদযাপিত হচ্ছে দেশ নায়কের জন্মদিবস। সকালেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন তিনি জাতীয় এবং বিশ্বের নায়ক। তাঁর জন্মদিনে সশ্রদ্ধ প্রণাম। নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা হোক। কেন্দ্রের কাছে টুইটে এই অনুরোধ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লিখেছেন দেশবাসীকে জাতির নায়কের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেওয়া উচিত।

 প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সকালেই শ্রদ্ধা জানিয়েছেন নেতাজিকে। টুইটে তিনি দেশবাসীকে পরাক্রম দিবস হিসেবে উদযাপন করার অনুরোধ জানিয়েছেন। দেশবাসীকে পরাক্রম দিবস উদযাপনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। গতশুক্রবারই তিনি ঘোষণা করেছিলেন সেকথা। সন্ধে ৬টা নাগাদ তিনি ইন্ডিয়াগেটে উদ্বোধন করবেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি।

মমতার টুইট

মমতার টুইট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালে টুইটে লিখেছেন, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। তিনি দেশের পাশাপাশি, গোটা বিশ্বেরও আইকন। বাংলা থেকে নেতাজির উত্থান ভারতীয় ইতিহাসে অতুলনীয়। তিনি দেশপ্রেম, সাহসিকতা, নেতৃত্ব, ঐক্য ও সৌভ্রাতৃত্বের প্রতীক। নেতাজি সমস্ত প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার প্রোটোকল অনুসরণ করে যথাযোগ্য মর্যাদায় তাঁর জন্মদিনটিকে দেশনায়ক দিবস হিসেবে পালন করছে। নেতাজির স্মরণে কিছু দীর্ঘমেয়াদী উদ্যোগের মধ্যে, রাজ্যের টাকায় আন্তর্জাতিক সহযোগিতায় জয় হিন্দ জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। জাতীয় পরিকল্পনা কমিশন সংক্রান্ত নেতাজির চিন্তাধারা থেকে অনুপ্রেরণা নিয়ে, পরিকল্পনা উদ্যোগে রাজ্যকে সহযোগিতার জন্য বেঙ্গল প্ল্যানিং কমিশন গঠন করা হবে।

ট্যাবলো বিতর্ক

ট্যাবলো বিতর্ক

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে ফের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোর প্রসঙ্গ টেনে এনেছেন। টুইটে তিনি লিখেছেন,
প্রজাতন্ত্র দিবসে ট্যাবলোতে নেতাজি ছাড়াও আমাদের দেশের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী স্মরণে বাংলার অন্যান্য বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকা তুলে ধরা হবে। প্রসঙ্গত উল্লেখ্য বাংলার ট্যাবলোকে নািক প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অনুমোদন দিচ্ছে না কেন্দ্র। এই নিয়ে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোদী সরকারকে তীব্র নিশানা করা হয়েছে।

English summary
Mamata Banerjee demand National Holiday on Netaji Birthday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X