For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমিশনের সিদ্ধান্ত অসাংবিধানিক ও অগণতান্ত্রিক, প্রতিবাদে ধর্নায় বসছেন মমতা

পঞ্চম দফার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। নি

Google Oneindia Bengali News

পঞ্চম দফার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে কড়া অবস্থান নিলেন বাংলার মু্খ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেলা ১২টা থেকে তিনি ধর্নায় বসতে চলেছেন।

পঞ্চম দফার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে কড়া অবস্থান নিলেন বাংলার মু্খ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেলা ১২টা থেকে তিনি ধর্নায় বসতে চলেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলে আখ্যায়িত করেছেন। টুইটে তিনি লিখেছেন, নির্বাচন কমিশনের এই অসাংবিধানিক ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে বেলা ১২টা থেকে গান্ধী মূর্তির পাদদেশে তিনি ধর্নায় বসবেন।

নির্বাচন কমিশন প্ররোচনামূলক মন্তব্যের জেরে সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করে। কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস। এটিকে গণতন্ত্রের কালো দিন বলেও ব্যাখ্যা করেন তৃণমূল নেতারা।

ফিরহাদ হাকিম বলেন, গণতন্ত্রের কালো দিন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, নির্বাচন কমিশন এখন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। সেই শৈাখা সংগঠন কুৎসিতভাবে কণ্ঠরোধের চেষ্টা করছে। এই অপচেষ্টা সফল হবে না। তৃণমূলের আর এক মুখপাত্র সাংসদ ডেরেক ও'ব্রায়েন টুইটারে জানান গণতন্ত্রের কালো দিন।

English summary
Mamata Banerjee decides to seat dharna in protest of Election Commission decision.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X