For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় সুখবর পুজোর মুখে! অবসরপ্রাপ্ত সরকারিকর্মীদের পেনশন আড়াই গুণ বাড়ালেন মমতা

পুজোর মুখে ফের সুখবর। রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন লাগু হওয়ার পর অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনও বাড়াল রাজ্য সরকার। এক ধাক্কায় পেনশন বাড়ল আড়াই গুণ।

  • |
Google Oneindia Bengali News

পুজোর মুখে ফের এল সুখবর। রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন লাগু হওয়ার পর অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনও বাড়াল রাজ্য সরকার। এক ধাক্কায় পেনশন বাড়ল আড়াই গুণ। মঙ্গলবার নবান্নে এক নির্দেশিকায় এই কথা জানানো হয়। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী পেনশন পাবেন পেনশনভোগীরা।

কোন স্কিমে কত

কোন স্কিমে কত

নির্দেশিকায় জানানো হয়েছে, যাঁরা এতদিন বেসিক ৩৩০২ টাকা পেনশন পেতেন, তাঁরা এবার থেকে ৮৫০০ টাকা করে পেনশন পাবেন। ৩৪২২ টাকা পেনশন বেড়ে রহবে ৮৮০০ টাকা। ৬৪৩২ টাকা পেনশন বেড়ে হবে ১৬,৫৪০ টাকা। আর ১১,০০০ টাকা পেনশন বেড়ে হবে ২৮,২৭০ টাকা।

বয়স্কদের অতিরিক্ত পেনশন

বয়স্কদের অতিরিক্ত পেনশন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ৮০ থেকে ৮৫ বছরের পেনশনভোগীরা ২০ শতাংশ অতিরিক্ত টাকা পাবেন। ৮৫ থেকে ৯০ বছরের পেনশনভোগীরা পাবেন ৩০ শতাংশ অতিরিক্ত পেনশন। ৯০ থেকে ৯৫ বছর বয়সী পেনশনভোগীরা পাবেন ৪০ শতংশ অতিরিক্ত পেনশন। আর ১০০ বছরের উপরে বয়স হলে পাবেন ১০০ শতাংশ অতিরিক্ত পেনশন।

পেনশন স্কিমে ‘কল্পতরু'

পেনশন স্কিমে ‘কল্পতরু'

সর্বোচ্চ পেনশনের পরিমাণ বাড়িয়ে ৩৫ হাজার থেকে ১ লক্ষ ৫০০ টাকা করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোরের সভাতেই সরকারি কর্মী সংগঠমের সভায় এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ডিএ নয়, পেনশন আছে

ডিএ নয়, পেনশন আছে

মমতা বলেছিলেন আমরা কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দিতে পারছি না ঠিকই, কিন্তু বাংলা ছাড়া অন্য কোথাও কিন্তু পেনশন স্কিম নেই। তারপরই পেনশন বাড়িয়ে মমতা তাঁর কথা রাখলেন।

English summary
Mamata Banerjee decides to increase the pension skim for retired government employees. The pension increases up to one lac.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X