For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেতন বাড়ছে কর্মীদের! মমতার সিলমোহরে পুজোর মুখে সুখবর দিলেন শুভেন্দু অধিকারী

সম্প্রতি ষষ্ঠ বেতন কমিশন লাগু করেছে সরকার। তারপর অবসরপ্রাপ্ত সরকারিকর্মীদের পেনশনও বিপুল অঙ্কের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

সম্প্রতি ষষ্ঠ বেতন কমিশন লাগু করেছে রাজ্য সরকার। তারপর অবসরপ্রাপ্ত সরকারিকর্মীদের পেনশনও বিপুল অঙ্কের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে পুজোর মুখে সুখবর দিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মন্ত্রিসভার অনুমোদন মেনে পরিবহণ নিগমের চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করলেন।

বেতন বাড়ছে কর্মীদের

বেতন বাড়ছে কর্মীদের

এই চুক্তিভিত্তিক কর্মীদের আওতাতেই আসবেন এজেন্সি দ্বারা নিযুক্ত কর্মীরা। একইসঙ্গে জলসাথীদেরও বেতন বৃদ্ধি হচ্ছে। শুভেন্দু অধিকারী জানান, জলসাথীদের বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হচ্ছে। এই মাস থেকেই তাঁরা এই সুবিধা পাবেন। মন্ত্রীর ঘোষণায় স্বভাবতই খুশি কর্মীরা। পরিবহণকর্মীদেরও বেতন বাড়ছে দু-হাজার টাকা। তাঁরা এতদিন সাড়ে ১১ হাজার টাকা বেতন পাচ্ছিলেন।

মমতার সিলমোহরে ঘোষণা শুভেন্দুর

মমতার সিলমোহরে ঘোষণা শুভেন্দুর

পরিবহণকর্মীদের বেতন বৃদ্ধিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিলমোহর দেওয়ার পরই শুভেন্দু অধিকারী তা ঘোষণা করেন। তবে মাত্র দু-হাজার টাকা বেতন বৃদ্ধি হওয়ায় একাংশের মনে ক্ষোভ দানা বাঁধে। এমনিতেই দীর্ঘদিন ধরেই তারা নানা দাবি জানিয়ে আসছিল। সেই দাবি মেনে বেতন বাড়লেও অসন্তোষ তৈরি হল তীব্র।

বছর বছর বৃদ্ধি

বছর বছর বৃদ্ধি

শুভেন্দুবাবু জানান, শুধু দু-হাজার টাকা করে বেতন বৃদ্ধি করেই তারা ক্ষান্ত নন। পরিবহণকর্মী ও জলসাথীদের জন্য এমন ব্যবস্থা করা হয়েছে যে প্রতিবছর তিন শতাংশ হারে বেতন বাড়বে এবং ৬০ বছর পর্যন্ত তাঁরা চাকরি করতে পারবেন। অর্থাৎ বেতন পর্যায়ক্রমে বৃদ্ধি ও কাজের সুরক্ষা দুটিই স্থির করা হয়েছে।

অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়ছে

অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়ছে

এছাড়া সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, অবসরের সময় তিন লক্ষ টাকা গ্র্যাচুইটি দেওয়া হবে। বছরে দু-বার ইউনিফর্ম দেওয়া হবে। দেওয়া হবে স্মার্ট ফোনও। হোয়াটস অ্যপ একটা গ্রুপও তৈরি করে দেওয়া হবে তাঁদের মধ্যে। যে কোনও পরিস্থিতিতে তাঁরা এই গ্রুপের মাধ্যমে পুলিশ ও কন্রোেওলরুমে জানাতে পারবেন।

English summary
Mamata Banerjee decides to increase salary of contractual employees. Subhendu Adhikari announces the salary increament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X