For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুকে বাদ দিয়েই নির্বাচনী স্ট্র্যাটেজি মমতার, একুশের আগে ড্যামেজ কন্ট্রোলে বার্তা

শুভেন্দুকে বাদ দিয়েই নির্বাচনী স্ট্র্যাটেজি মমতার, একুশের আগে ড্যামেজ কন্ট্রোলে বার্তা

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারীকে বাদ দিয়েই ভাবতে শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবার শুভেন্দুর দায়িত্বপ্রাপ্ত জেলায় সংগঠন দেখবেন বলে ফলাও করে জানিয়ে দিলেন। সেইসঙ্গে দলের শীর্ষ নেতাদের আরও দায়িত্ব নেওয়ার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের নির্বাচনের স্ট্র্যাটেজিও ঠিক করে দেন তিনি।

শুভেন্দুকেই বাদ দিয়েই ভাবছেন মমতা!

শুভেন্দুকেই বাদ দিয়েই ভাবছেন মমতা!

একুশের নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর মতো দক্ষ নেতার মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া এবং নিষ্ক্রিয় হয়ে যাওয়া তৃণমূলের কাছে বড় ধাক্কা। অনেক বুঝিয়েও শুভেন্দুকে তৃণমূলমুখো করতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, সৌগত রায়রা। এমনকী মমতার বার্তার পরও শুভেন্দু ফেরেননি তৃণমূলের পথে। তারপরই আলোচনার রাস্তা থেকে সরে আসে তৃণমূল।

শুভেন্দুকে ছাড়া কী স্ট্র্যাটেজি, স্থির করলেন মমতা

শুভেন্দুকে ছাড়া কী স্ট্র্যাটেজি, স্থির করলেন মমতা

এই অবস্থায় শুভেন্দুকে বাদ দিয়েই ভাবতে শুরু করে দিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মেদিনীপুরে সভা করে এসেছেন। তারপর দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে মমতা স্থির করে দেন, শুভেন্দুকে ছাড়া কী স্ট্র্যাটেজি নিয়ে তাঁদের চলতে হবে। এবার থেকে তিনি দলের সংগঠনে বিশেষ দায়িত্ব নেবেন বলেও জানিয়ে দেন।

শীর্ষ নেতৃত্বকে নির্দেশ, নিজে ভোট প্রচারে ময়দানে

শীর্ষ নেতৃত্বকে নির্দেশ, নিজে ভোট প্রচারে ময়দানে

শুভেন্দু অধিকারীর পদত্য়াগ তৃণমূলের কাছে বড় ধাক্কা। তা বলে হা হুতাশ করতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলের শীর্ষ নেতৃত্বকে তৈরি হতে বলেন। নিজে নেমেছেন পুরোদমে ভোটপ্রচারে। দলের শীর্ষ নেতৃত্বকে দায়িত্ব দিয়ে তিনি শিশির অধিকারীকে একপ্রকার সাইড করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

শুভেন্দুর দায়িত্বে থাকা জেলা দেখবেন মমতা

শুভেন্দুর দায়িত্বে থাকা জেলা দেখবেন মমতা

মমতা বলেছেন, সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়ের মতো শীর্ষ নেতাদের আরও বেশি দায়িত্ব নিতে হবে। ঝাঁপিয়ে পড়তে হবে একুশের আগে। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও নির্দেশ দেন তিনি। এর আগে দেখা গিয়েছে শুভেন্দুকে পাঠিয়ে ড্যামেজ কন্ট্রোল করেছেন মমতা। কিন্তু এবার শুভেন্দুর দায়িত্বে থাকা জেলা গুলি তিনি নিজেই দেখবেন।

শুভেন্দুর দায়িত্বপ্রাপ্ত জেলা নিয়ে মমতার ভাবনা

শুভেন্দুর দায়িত্বপ্রাপ্ত জেলা নিয়ে মমতার ভাবনা

মমতা বন্দ্যোপাধ্যায় দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সংগঠনের দায়িত্ব দিয়ছেন সুব্রত বক্সির উপর। জেলায় জেলায় অন্য যাঁদের যা দায়িত্ব ছিল তা থাকবে। মালদহে দায়িত্বে ছিলেন শুভেন্দু, সেখানকার নেতৃত্বকে ডেকে কথা বলেছে তৃণমূল নেতৃত্ব। মুর্শিদাবাদের দায়িত্ব ছিলেন শুভেন্দু। এই জেলাও মমতা নিজের হাতে রাখছেন। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামও ওভারঅল দেখবেন মমতা।

মমতা ভয় পেয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন! মুকুল দিলেন মোক্ষম খোঁচামমতা ভয় পেয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন! মুকুল দিলেন মোক্ষম খোঁচা

English summary
Mamata Banerjee decides strategy of 2021 Assembly Election except Subhendu Adhikari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X