For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে ‘জমি’ নেই মুকুলের! ‘সূচাগ্র মেদিনী’ কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মমতা

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনীও ছাড়বেন না বলে তোপ দেগেছিলেন মুকুল। সেই কথারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

প্রাক্তন নেত্রীকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করে মুকুল রায় হুঁশিয়ারি দিয়েছিলেন- আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনীও ছাড়বেন না তিনি। মুকুলের সেই কথারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই মুখ্যমন্ত্রী তাঁর এক সময়ের অনুগত সেনাপতিকে কটাক্ষ করেন। বলেন, 'যার নিজেরই কোনও জমি নেই, সে আবার বলছে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী।'

বিজেপিতে ‘জমি’ নেই মুকুলের! ‘সূচাগ্র মেদিনী’ কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মমতা

[আরও পড়ুন:বেতন বাড়াচ্ছে মমতার সরকার, ভোটের আগে আরও 'সুখবর' এল শিক্ষকদের জন্য ][আরও পড়ুন:বেতন বাড়াচ্ছে মমতার সরকার, ভোটের আগে আরও 'সুখবর' এল শিক্ষকদের জন্য ]

শুক্রবার দলের কোর কমিটির বৈঠক থেকে মুকুল রায়কে নাম না করে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কথায় পরিষ্কার বোঝাতে চাইলেন, 'বিজেপিতে গিয়ে এখনও জমিই তৈরি করতে পারেননি মুকুল রায়। উল্লেখ্য, বিজেপিতে যাওয়ার পর এই প্রথম মুকুল রায় দলের তরফে কোনও দায়িত্ব পেয়েছেন। দলের পঞ্চায়েত নির্বাচন কমিটির আহ্বায়ক হয়েছেন। তবে এখনও অফিসিয়ালি দলের কোনও পদ পাননি।'

[আরও পড়ুন: টিকিটের ঠিকা যেন কেউ না নেন, পুরনোদের মানভঞ্জন করে পঞ্চায়েত-বার্তা মমতার][আরও পড়ুন: টিকিটের ঠিকা যেন কেউ না নেন, পুরনোদের মানভঞ্জন করে পঞ্চায়েত-বার্তা মমতার]

মমতা বন্দ্যোপাধ্যায় প্রকারান্তরে বুঝিয়ে দেন, মুকুল রায় বিজেপির কাছে মাথা বিক্রি করে দিয়েছে। সেই কারণেই তৃণমূলের সঙ্গে গদ্দারি করেছেন। মমতা বলেন, 'আমরা মরে যাব, তবু আমাদের মাথা বিক্রি হতে দেব না। আমরা রাজ্যের মানুষের কাছে দায়বদ্ধ। তাই সেইমতো বাংলাকে উন্নয়নের পথ দেখাচ্ছি।' সারা বাংলা ভারত একদিন দেশকে পথ দেখাবে বলে তিনি দাবি করেন।

[আরও পড়ুন: জোটের পথে মমতা! কংগ্রেসের হাত ধরে রাজ্যের পাঁচ আসনই 'দখল' তৃণমূলের][আরও পড়ুন: জোটের পথে মমতা! কংগ্রেসের হাত ধরে রাজ্যের পাঁচ আসনই 'দখল' তৃণমূলের]

এদিন তিনি নাম না করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও কটাক্ষ করেন। তিনি দিলীপ ঘোষকে শকুনি মামা বলে কটাক্ষ করেন। উল্লেখ্য, দিলীপ ঘোষ সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের চেহারা নিয়ে বাজে কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রীর চেহারা ও মুখাবয়ব নিয়ে কু-কথায় পঞ্চমুখ হয়েছিলেন। মুখমন্ত্রী তা নিয়েই কটাক্ষ করেন দিলীপ ঘোষকে। বলেন, 'বাংলাকে ওরা ভালোবাসে না। শুধু কুৎসা আর অপপ্রচার করাই ওদের কাজ।'

English summary
Mamata Banerjee criticizes to Mukul Roy about his stand in BJP. She gives answer of mukul’s challenge
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X