For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্যাসিস্ট কায়দায় ভোট করার চেষ্টা! ‘মিস্টার’ নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ মমতার

বিজেপি নেতারা যা বলছেন, তা অক্ষরে অক্ষরে পালন করছে। রাজ্যে ৩২৪ ধারা প্রয়োগের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তোপ দাগলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে।

Google Oneindia Bengali News

বিজেপির অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন। বিজেপি নেতারা যা বলছেন, তা অক্ষরে অক্ষরে পালন করছে। রাজ্যে ৩২৪ ধারা প্রয়োগের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তোপ দাগলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তিনি বলেন, ফ্যাসিস্ট কায়দায় ভোট করার চেষ্টা চালাচ্ছে 'মিস্টার' নির্বাচন কমিশন।

‘মিস্টার’ নির্বাচন কমিশনকে কড়া চ্যালেঞ্জ মমতার

মমতা বলেন, মিস্টার নির্বাচন কমিশন যদি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে এতটাই চিন্তিত, তাহলে কেন এদিনই নির্বাচনী প্রচারের ইতি ঘটালেন না? কেন বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা টানালেন? মোদীজির দুটো সভা আছে বলেই কি এই সিদ্ধান্ত। তিনি বলেন, নির্বাচন কমিশন আদতে পক্ষপাত দুষ্ট।

মমতা বলেন, মোদীজি আমাকে ভয় পাচ্ছেন। মোদীজি জানেন, মমতা তাঁকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তাই মোদীজি বাংলাকে টার্গেট করছেন। রাজ্য পুলিশকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাচ্ছেন। মমতা প্রশ্ন তোলেন, রাজীব কুমারের বিরুদ্ধে এত রাগ কেন বিজেপির? এত রাগ কি রাজীব কুমার হাওলা ধরেছে বলে।

মমতা বলেন, বাংলাকে কলঙ্কিত করেছে ওরা। কোথায় ওদের বিরুদ্ধে শাস্তি বিধান করবে, না বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর মোদী-শাহকে পুরষ্কৃত করেছে নির্বাচন কমিশন। আমরা গণতান্ত্রিকভাবে এর বদলা নেব। বাংলার মানুষ ভোটবাক্সে এর জবাব দেবে।

তিনি বলেন, আমি মিস্টার নির্বাচন কমিশন তোমাকে আঘাত করতে চাইনি, কিন্তু তোমরা বাধ্য করছ, আমাকে আঘাত করতে। তিনি বাংলার জনগণের উদ্দেশ্যে অনুরোধ করেন, আপনারা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মোমবাতি মিছিল করুন, প্রতিবাদ মিছিল করুন। মমতা বলেন, শুক্রবার আমার কিছু কর্মসূচি ছিল বলেই চক্রান্ত করে এইসব করছে। আমার সব কর্মসূচিই হবে, শুক্রবারের সব কর্মসূচিই বৃহস্পতিবার হবে।

English summary
CM Mamata Banerjee criticizes Election Commission as her mister comment. She says EC have taken unprecedented and biased decision.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X