For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দল রেলমন্ত্রকের সুযোগ পেলে সুবিধা বাড়বে! মাথাভাঙা থেকে কেন্দ্রকে নিশানা মমতার

একের পর এক ট্রেন দিয়েছি এখানে। যদি রেল মিনিস্ট্রির সুযোগ পাই, দল সুযোগ পেলে ফের হবে।

  • |
Google Oneindia Bengali News

একের পর এক ট্রেন দিয়েছি এখানে। যদি রেল মিনিস্ট্রির সুযোগ পাই, দল সুযোগ পেলে ফের হবে। কোচবিহারের মাথাভাঙা কলেজ মোড়ের মাঠে ভোটের প্রচারে গিয়ে এমনটাই বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিটলারের ঠাকুরদাদা বলে কটাক্ষ করেন তিনি।

দল রেলমন্ত্রকের সুযোগ পেলে সুবিধা বাড়বে! মাথাভাঙা থেকে কেন্দ্রকে নিশানা মমতার

ঝড়-জল-রোদ্দুর আমাকে আটকাতে পারবে না। কোচবিহারের মাথাভাঙা সংলগ্ন মাঠে সভায় শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্র। আবহাওয়া কালো করে আসলেও, পরে পরিষ্কার হয়ে যায়। সেইসময় খুশি মনোভাব প্রকাশ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন কেন্দ্র কোচবিহারের কোনও উন্নয়ন করেনি।

এরপরেই কোচবিহারের উন্নয়নে নিজের সরকারের উদ্যোগের কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ছিটমহল সমস্যার সমাধান তিনি করেছেন। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করেছে তৃণমূল সরকার। জেলায় আইআইটি, পলিটেকনিক হয়েছে। ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিক্যাল কলেজ হচ্ছে। কর্মতীর্থ, কিষাণমাণ্ডি সবই আছে সেখানে। মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এককোটি লোকের কর্মসংস্থান করে দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

[আরও পড়ুন: আমেথি অপমান আর বিশ্বাসঘাতকতা ভুলবে না! রাহুলকে কড়া আক্রমণ স্মৃতি ইরানির][আরও পড়ুন: আমেথি অপমান আর বিশ্বাসঘাতকতা ভুলবে না! রাহুলকে কড়া আক্রমণ স্মৃতি ইরানির]

পাহাড়ের কথাও উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। বলে পাহাড়ে আগুন জ্বালিয়েছে বিজেপি। তাঁর অভিযোগ, ২০১৪-তে ভোট নিয়েছে ধাপ্পা দিয়ে, বলেছিলেন কালো টাকা ফেরত আনবেন। সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা ঢুকবে। তিনি বলেন এই চৌকিদার ঝুটা হ্যায়। রাজ্যে এনআরসি কোনওদিনই করতে দেবেন না বলে প্রতিজ্ঞা করেন তিনি। মোদী সরকারের কাচে মমতার প্রশ্ন বেকাররা চাকরি পাচ্ছে না কেন। কৃষকরা আত্মহত্যা করছে কেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রীর সারা শরীরে লেগে আছে রক্ত। কেন গোরক্ষার নামে পিটিয়ে খুন করা হচ্ছে, প্রশ্ন করেন তিনি। বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Mamata Banerjee criticises Narendra Modi from Mathabhanga meeting. She has given list of developmental work,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X