For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে মানবাধিকার বিপন্ন, বিশ্ব মানবিকতা দিবসে মোদী সরকারকে তোপ মমতার

আজ বিশ্ব মানবিকতা দিবস। এই উপলক্ষে টুইট করে সকলকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

আজ বিশ্ব মানবিকতা দিবস। এই উপলক্ষে টুইট করে একদিকে যেমন সকলকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই আর একদিকে কাশ্মীর ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন তিনি।

বিশ্ব মানবিকতা দিবসে কাশ্মীর ইস্যুতে মোদী সরকারকে তোপ মমতার

এদিন সকালে টুইট করে মমতা লিখেছেন, আজ বিশ্ব মানবিকতা দিবস। আসুন সকলে মানবিকতার লড়াই করি। তবে কাশ্মীরে যা চলছে তাতে কোথায় গিয়ে মানবিকতা লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার ও শান্তি ফিরে আসুক এই প্রার্থনা করেছেন মমতা।

এর পাশাপাশি নিজের অতীতের উদাহরণ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি সব সময় মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছেন। মানবাধিকারের পক্ষে লড়াই করেছেন। এই প্রসঙ্গে ১৯৯৫ সালের একটি লড়াইয়ের কথা উল্লেখ করেছেন। যখন তিনি পুলিশ লক-আপে মৃত্যুর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন।

প্রসঙ্গত, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সময় সংসদে যখন আলোচনা হয়েছে তখন তৃণমূল তার বিরোধিতা করেছে এবং ভোটাভুটির সময় বেরিয়ে গিয়েছে। কংগ্রেসের পাশাপাশি তৃণমূলও নরেন্দ্র মোদী সরকারের এই পদক্ষেপের সরাসরি বিরোধিতা করেছে। লোকসভা ভোটের আগে থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতায় সবচেয়ে এগিয়ে ছিলেন। লোকসভা ভোটে বিজেপি বিরোধিতা থেকে তিনি যে একচুলও সরে আসেননি তা তিনি স্পষ্ট করে দিয়েছেন।

English summary
Mamata Banerjee criticise PM Modi govt on Kashmir issue on World Humanitarian Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X