For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্বল হলে এজেন্ট হওয়ার দরকার নেই! নন্দীগ্রামের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সতর্কবার্তা মমতার

যদি কেউ মনে করেন দুর্বল। তাহলে এজেন্ট হওয়ার দরকার নেই। নন্দীগ্রামে এজেন্ট নিয়ে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যে দুদফার নির্বাচন হয়ে গিয়েছে। যার মধ্যে ভোট গ্রহণ হয়ে গিয়েছে নন্দীগ্রামে। এবার এই বিধানসভা আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি। আর সেখানে কার্যত একাধিক বুথে এজেন্ট দিতে পারেনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। একশোর বেশি বুথে তৃণমূলের এজেন্ট ছিল না। তৃণমূলের অভিযোগ, ভয় দেখিয়ে তাঁদের বসতে দেওয়া হয়নি। তৃতীয় দফার নির্বাচনের আগে তাই সতর্ক মমতা বন্দ্যপাধ্যায়। এমন ঘটনার যাতে না ঘটে সেদিকে তাকিয়ে আগেভাগে সতর্ক করে দিলেন তৃণমূল নেত্রী

দুর্বল এজেন্ট যেন না বসে

দুর্বল এজেন্ট যেন না বসে

ভোটের আগের দিন বাড়ি বাড়ি গিয়ে ওরা ভয় দেখায়। ভোটের দিন এজেন্টদের ঢুকতে দেবে না। পুলিশ দিয়ে ভয় দেখানো হবে। সুতরাং ভয় পেলে চলবে না। প্রচার সভা থেকে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যারা দুর্বল, ভয় পাচ্ছেন তাঁদের এজেণ্ট হিসাবে বসার দরকার নেই। প্রয়োজনে কন্যাশী, বাড়ির মহিলাদের এজেন্ট হিসাবে বসিয়ে দাও। প্রয়োজন পড়লে একেবারে হাতা, খুন্তি নিয়ে চলে আসবে তাঁরা।

নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে আনেন মমতা

নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে আনেন মমতা

নন্দীগ্রামে ওরা অকথ্য অত্যাচার করেছে। এখানেই মমতা বলেন, যদি কোনও এজেন্ট দূর্বল হন, তাহলে তাঁকে বলে দিন, তাঁর এজেন্ট হওয়ার দরকার নেই। নেত্রীর দাবি, নন্দীগ্রামে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। কাপুরুষদের এজেন্ট করার দরকার নেই। তেমন দরকার হলে মেয়েদের এজেন্ট করে দিন। পুলিশ অত্যাচার করলে ভিডিয়ো তুলে ভাইরাল করে দিন। নন্দীগ্রামে অনেক অত্যাচার করেছেন পুলিশ। সেই জন্যই আমি বসেছিলাম। এতটাই ভয়ের পরিবেশ ওরা তৈরি করে দিয়েছিল যে, মানুষ ভয়ে ভোট দিতে আসতেই চাইনি।

ভোটের ৪৮ ঘণ্টা আগে পুলিশ নিয়ে গিয়ে অত্যাচার করবে।

ভোটের ৪৮ ঘণ্টা আগে পুলিশ নিয়ে গিয়ে অত্যাচার করবে।

প্রথম থেকেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানান বিজেপিকে। তিনি বলেন, দাঙ্গা করলে আমাদের পাঙ্গা নিতে হবে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাঞ্চল্যকর দাবি, ভোটের ৪৮ ঘণ্টা আগে পুলিশ নিয়ে গিয়ে অত্যাচার করবে ওরা। কিন্তু তাতে যেন কেউ ভয় না পায়। দাবি নেত্রীর। মমতা বলেন, আমাকে মেরে ফেললেও আমি ভোট দেব, আপনাদেরও দিতে হবে। দরকার পড়লে, মেয়েদের এজেন্ট করে দিন। মেয়েরা জোট বাঁধলে কিন্তু পরিস্থিতি পাল্টে যাবে। বিজেপি-কে শক্তি থাকলেও এক ইঞ্চি জমি ছাড়ব না। বেশি চিন্তা করবেন না। আমাদের সরকার আসছে। বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে যাঁরা গুন্ডামি করে, তাঁদেরকে চিহ্নিত করবই। ওঁদের গুন্ডামি করতে দেবেন না।

'একা আমি, আর প্রতিপক্ষ লক্ষ বিজেপি নেতা'

'একা আমি, আর প্রতিপক্ষ লক্ষ বিজেপি নেতা'

রাত পোহালেই তৃতীয় দফার নির্বাচন। আর সেই নির্বাচনের আগে রাজ্যের একাধিক জেলাতে একের পর এক সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "মরে যাব কিন্তু বিজেপির কাছে আত্মসমর্পণ করব না। আমার মতো জেদি লোক খুব কম আছে। আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করি।" পাশাপাশি তাঁর বক্তব্য, "খেলা হবে, খেলাতে জিততেও হবে। আগামী ১০ এপ্রিল জোড়াফুলে ভোট দিতে হবে। আমি একা আর আমার সঙ্গে লড়ছে লক্ষ বিজেপি নেতা। সব বন্ধ করে দিচ্ছে বিজেপি। কৃষকদের তালিকা দেওয়া আছে অথচ টাকা দেয়নি বিজেপি। ' অভিযোগ তৃণমূল নেত্রীর।

বেছে বেছে প্রার্থী

বেছে বেছে প্রার্থী

মমতা বন্দ্যোপাধ্যায় কোন্ননগরের সভা থেকে বলেছেন, এবার ভাল হয়েছে গদ্দারদা দল থেকে বেরিয়ে গিয়েছে। নইলে ভোটের পর বিজেপি তাঁদের কিনত। যাতে বিজেপি টাকা দিয়ে কিনতে না পারে সেকারণে এবার বেছে বেছে প্রার্থী করা হয়েছে বলে দাবি করেছেন মমতা। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই উত্তরবঙ্গে প্রচারে গিয়ে মমতা বলেছিলেন ২০০ আসন না পেলে বিজেপি গদ্দারদের টাকা দিয়ে কিনে নিেয় সরকার গড়বে।

সারদার গলার 'লকেট', অভিযোগ প্রমাণ করুন মুখ্যমন্ত্রী, পল্টা বিস্ফোরক আক্রমণ বিজেপি নেত্রীরসারদার গলার 'লকেট', অভিযোগ প্রমাণ করুন মুখ্যমন্ত্রী, পল্টা বিস্ফোরক আক্রমণ বিজেপি নেত্রীর

English summary
ahead of west bengal assembly election 2021 mamata banerjee concern on poll agent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X