For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মেয়েটার তো লাভ অ্যাফেয়ার্স ছিলই', হাঁসখালির ঘটনা নিয়ে বিস্ফোরক মমতা

হাঁসখালির ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক! ধর্ষণ করে খুনের অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যে নদিয়ার হাঁসখালির (Hanskhali) ঘটনায় রবিবারে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত তৃণমূল (trinamool congress) নেতার ছেলেকে। সোমবার ওই যুবককে রানাঘা

  • |
Google Oneindia Bengali News

হাঁসখালির ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক! ধর্ষণ করে খুনের অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যে নদিয়ার হাঁসখালির (Hanskhali) ঘটনায় রবিবারে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত তৃণমূল (trinamool congress) নেতার ছেলেকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

হাঁসখালির ঘটনায় বিস্ফোরক মমতা

আর এই ঘটনায় কার্যত বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার নতুন করে সাজিয়ে তোলা মিলন মেলার উদ্বোধন করতে যান তিনি। সেখানেই কার্যত হাঁসখালির ঘটনা নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তা তা রাখতেই ঘটনা নিয়েই একটা প্রশ্ন চিহ্ন তুলে দেন তিনি। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে।

এদিন মমতা সংবাদমাধ্যমকে তীব্র আক্রমণ করে বলেন, বাংলার সংবাদমাধ্যম ভালো কিছু দেখতে পায়না। একটা ঘটনা ঘটলেই সেটা নিয়ে সারাদিন চলতে থাকে। আর তা বলতে গিয়েই মমতা হাঁসখালির ঘটনা তুলে আনেন। বলেন, একটি বাচ্চা মেয়ে মারা গিয়েছে, যা অত্যন্ত দুঃখের। কিন্তু তদন্তের আগেই মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে বলে অভিযোগ।

আর এরপরেই কার্যত বিস্ফোরক মন্তব্য করে বসেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বলেন, 'ঘটনাটা খারাপ, কিন্তু ছেলেটার সঙ্গে অ্যাফেয়ার ছিল। বাড়ির লোক, এমনকি পাড়ার লোকও জানেন বলে মন্তব্য তাঁর।

এখানেই শেষ নয়, এটা ধর্ষণ না মেয়েটি অন্তঃসত্ত্বা হয়েছিল নাকি অসুখ করে মারা গেছে, তদন্ত করে দেখা উচিৎ বলে দাবি মমতা। আর এরপরেই পাশে বসে থাকা রাজ্য পুলিশের ডিজি'র কাছে এই বিষয়ে জানতে চান... না থেমেই মমতা বলেন, মেয়েটি মারা গিয়েছে পাঁচ তারিখ। কিন্তু অভিযোগ জানানো হল ১০ তারিখ। কেন পাঁচ তারিখই অভিযোগ জানানো হল তা নিয়ে প্রশ্ন মমতার।

আর কাউকে কিছু না জানিয়ে দেহ দেহ পুড়িয়ে দেওয়া হল। পুলিশ কীভাবে তদন্ত করবে? তবে রঙ না দেখে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান মমতা। একই সঙ্গে কড়া শাস্তির কথাও বলেন। মমতা'র কথায়, এটা বাংলা বলেই সম্ভব হয়েছে। কিন্তু মধ্যপ্রদেশ, দিল্লি কিংবা উত্তরপ্রদেশে এমন হয় না বলেও দাবি তাঁর।

Recommended Video

হাঁসখালির ধর্ষণ নিয়ে মমতার বিস্ফোরক মন্তব্যে সমালোচনার ঝড়! |Oneindia bengali

তবে অভিযুক্তের বাবা'র রাজনৈতিক পরিচয় তোলা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বাংলায় সবাই তৃণমূল। কি করবেন? পার্টি কি বলে দিয়েছিল? তবে মুখ্যমন্ত্রী'র এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, থাররসে পরিণত হয়ে গিয়েছে বাংলা। আমার খুব খারাপ লাগছে। বাংলায় ভয়ঙ্কর ছবি। ধর্ষণকারীদের হয়ে বাংলার মুখ্যমন্ত্রী কথা বলছেন বলেও অভিযোগ প্রদেশ সভাপতির।

English summary
Mamata Banerjee comments on Hanskhali rape case, says victim had love affairs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X