For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল! বাংলার পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা মমতার

পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল! বাংলার পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা মমতার

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকমাস আগে পেগাসাস ইস্যুতে উত্তাল হয়ে ওঠে দেশ! একাধিক প্রভাবশালী ব্যক্তির ফোনে আড়ি পাতার অভিযোগ সামনে আসে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের ফোনেও আড়ি পাতা হয় বলে অভিযোগ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এমনকি তাঁর ফোনেও আড়ি পাতা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। আর এই বিতর্ক এখনও শেষ হয়। আর এর মধ্যেই কার্যত বিস্ফোরক মন্তব্য করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল! বাংলার পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা মমতার

আজ বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয়ে বক্তব্য রাখেন তিনি। বিজেপিকে আক্রমণ সহ একাধিক বিষয়কে সামনে আনেন তিনি। আর সেই সমস্ত বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ফের একবার পেগাসাস ইস্যুকে সামনে তুলে আনেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কার্যত বিস্ফোরক দাবি করেন তিনি।

বলেন, পোগাসাস কেনার প্রস্তাব আমার কাছেও এসেছিল। কিন্তু আমি কিনিনি। এমনকি মানুষের বাক স্বাধীনতার কথা ভেবেই তিনি পেগাসাস নাকি কেনেননি বলে দাবি করেন প্রশাসনিক প্রধান। তবে এই সফটওয়্যার বিজেপিশাসিত রাজ্য কিনেছিল বলেও চাঞ্চল্যকর দাবি করেন।

 করোনা থেকে আরও সুস্থ বাংলা! মঙ্গলবারের পরে বুধবার বিধিনিষেধের নির্দেশিকায় আরও ছাড় করোনা থেকে আরও সুস্থ বাংলা! মঙ্গলবারের পরে বুধবার বিধিনিষেধের নির্দেশিকায় আরও ছাড়

এখানেই শেষ নয়, একেবারে গোপনে আড়িপাততে সক্ষম এই সফটওয়্যার চন্দ্রবাবুর শাসনকালে অন্ধ্র পেগাসাস সফটওয়্যার কিনেছিল বলেও দাবি করেন মমতা। তাঁর মতে, এখন সেই পেগাসাসের জন্যই আমার ফোন ট্যাপ করা হচ্ছে। কারও সঙ্গে কথাও বলা যাবে না বলেই আশঙ্কাপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এই সফটওয়্যার কেনার বিষয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে এদিন ফের একবার পুলিশের পাশে দাঁড়িয়ে একদিন টাফ হওয়ার নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি মানবিক হওয়ারও কথা বলেন। এদিন বিধানসভায় বক্তব্য রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনৈতিক রং দেখে কাজ করবে না পুলিশ। বিজেপি শাসিত রাজ্যে মানুষ বিচার পায় না, বাংলায় পায়। এই বিষয়টি ফের একবার মনে করিয়ে দেন তিনি। মমতা বলেন, কেউ ভুল করলে, আইন আইনের পথেই চলবে। এমনকী বাংলার পুলিশের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা করেছেন এদিন পুলিশমন্ত্রী। যদিও পালটা শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। শাসকের হয়েই পুলিশ কাজ করছে বলেও অভিযোগ বিরোধী দলনেতার।

বলে রাখা প্রয়োজন গত কয়েকদিনে একাধিক ইস্যুতে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের আইনশৃঙ্খলা। বিশেষ করে আনিস কাণ্ডে যেভাবে পুলিশের নাম জড়াচ্ছে তাতে চরম অস্বস্তি বেড়েছে। এমনকি সম্প্রতি ঝালদায় কংগ্রেস কাউন্সিলার খুনেও পুলিশের নাম জড়িয়েছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর এহেন বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিকমহল।

English summary
Mamata Banerjee cliams she got offer to buy Pegasus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X