For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ পালন, লন্ডনে ব্লু ফ্ল্যাগ উত্তোলন করবেন মমতা

ব্রিটিশ - ইন্ডিয়ান মিউজিয়ামের অনুরোধে আগামী ১২ই নভেম্বর উইম্বলডনে সিস্টার নিবেদিতার বাড়িতে ব্লু ফ্ল্যাগ উত্তোলন করবেন মুখ্য়মন্ত্রী

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

স্বামীজির পর এবার সিস্টার নিবেদিতার জন্মের সার্ধ শতবর্ষ পালন করবে রাজ্য সরকার। শুধু বাংলাতেই নয়, সিস্টার নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ পালন হবে লন্ডনেও। আর সেই অনুষ্ঠানের সূচনাও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ পালন, লন্ডনে ব্লু ফ্ল্যাগ উত্তোলন করবেন মমতা

ব্রিটিশ - ইন্ডিয়ান মিউজিয়ামের অনুরোধে আগামী ১২ই নভেম্বর উইম্বলডনে সিস্টার নিবেদিতার বাড়িতে ব্লু ফ্ল্যাগ উত্তোলন করবেন মুখ্য়মন্ত্রী। লন্ডনে থাকাকালীন উইম্বলডনের ওই বাড়িতেই থাকতেন সিস্টার নিবেদিতা। লন্ডনে ব্লু ফ্ল্যাগ উত্তোলন করার পাশাপাশি সারা বছর ধরে তাঁর জন্মের সার্ধশতবর্ষ পালন করবে রামকৃষ্ণ মঠ ও মিশন।

তবে এই উৎসব শুরু হচ্ছে আরও আগে থেকেই। রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গিয়েছে, ২৮ অক্টোবর সিমলা স্ট্রিটের বাড়িতে অনুষ্ঠান শুরু হবে। এরপর বেলুরমঠে ৩০ ও ৩১শে অক্টোবর আলোচনাসভা অনুষ্ঠিত হবে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত শাখার পাশাপাশি সারদা মিশনেও সিস্টার নিবেদিতার জন্ম সার্ধশতবর্ষ উদযাপন হবে সারা বছর ধরে। ২০১৮ সালে দার্জিলিংয়ে সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে।

English summary
Mamata Banerjee will visit London on the eve of 150th birth anniversary of sister Nibedita, she will hoist blue flag at wimbledon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X