For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাইক্লোন 'ফণী'র জন্য নির্বাচনী কর্মসূচি বাতিল করে রাজ্যবাসীকে বিশেষ বার্তা মমতার

ঘূর্ণিঝড় ফণীর দাপটে ওড়িশা জুড়ে তাণ্ডব চলছে ঝড় বৃষ্টির। এদিন নির্ধারিত সময়ের আগেই চলে ওড়িশার চিলকা হ্রদের পশ্চিমপাড়ের ভূভাগে ২০০ কিমি বেগে আছড়ে পড়েছে এই ঝড়।

Google Oneindia Bengali News

ঘূর্ণিঝড় ফণীর দাপটে ওড়িশা জুড়ে তাণ্ডব চলছে ঝড় বৃষ্টির। এদিন নির্ধারিত সময়ের আগেই চলে ওড়িশার চিলকা হ্রদের পশ্চিমপাড়ের ভূভাগে ২০০ কিমি বেগে আছড়ে পড়েছে এই ঝড়। এদিকে, ঝড় ওড়িশাকে লণ্ডভণ্ড করে আজ রাত থেকে কাল কাকভরের মধ্যেই বাংলায় ঢুকতে চলেছে বলে খবর।

সাইক্লোন ফণীর জন্য নির্বাচনী কর্মসূচি বাতিল করে রাজ্যবাসীকে বিশেষ বার্তা মমতার

ফণীর জেরে ইতিমধ্যেই নিজের নির্বাচনী সফরসূচি বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল ও চন্দ্রকোণায় নিজের নির্বাচনী সভা বাতিল করেছেন। আগামী ৪৮ ঘণ্টার জন্য তিনি সমস্ত নির্বাচনী কাজ বন্ধ রাখছেন। পাশাপাশি, তিনি গোটা রাজ্যবাসীকে এক বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎাকারে জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে সকলকে একযোগে মিলে কাজ করতে হবে। পাশাপাশি রাজ্যবাসী যেন ফণী নিয়ে সতর্ক হয়ে সুস্থ থাকেন তার কামনাও করেছএন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: ফের কী গতিপথ বদল ঘূর্ণিঝড় ফণীর? আগামী ২দিনে কোন পথে চলবে তাণ্ডব, জানুন একনজরে ][আরও পড়ুন: ফের কী গতিপথ বদল ঘূর্ণিঝড় ফণীর? আগামী ২দিনে কোন পথে চলবে তাণ্ডব, জানুন একনজরে ]

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিদ্যুতের খুঁটি থেকে সতর্ক থাকুন। তিনি অনিরোধ জানান, শুক্র ও শনিবার রাজ্যবাসী যেন বাড়িতেই থাকার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রীর শান্ত থাকার পাশাপাশি, বিদ্যুতিক খুঁটি থএকেও সকলকে দূরে থাকার বার্তা দিয়েছেন।

[আরও পড়ুন:ঘূর্ণিঝড় ফণীর দাপটে ওড়িশায় ব্যাপক ঝড়-বৃষ্টি, পুরী সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন][আরও পড়ুন:ঘূর্ণিঝড় ফণীর দাপটে ওড়িশায় ব্যাপক ঝড়-বৃষ্টি, পুরী সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন]

English summary
Mamata Banerjee cancels her election schedule for Cyclone FANI, here is her message
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X