For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের মমতার সঙ্গে একমঞ্চে, ভাটপাড়ায় 'কাজের ছেলে' মদনকে জেতানোর আর্জি তৃণমূল নেত্রীর

তৃণমূল নেত্রী লোকসভা ও বিধানসভা ভোটের একসঙ্গে প্রচারের ফাঁকেই মঞ্চের পিছন দিকে বসে থাকা মদন মিত্রর নাম উচ্চারণ করলেন।

  • |
Google Oneindia Bengali News

সারদা, নারদের পর কেটে গিয়েছে বেশ কয়েক বছর। সেই ঘটনার পর গ্রেফতারও যেতে হয়েছে একসময়ের তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা মদন মিত্রকে। তিনি সেই সময় রাজ্যের মন্ত্রী ছিলেন। সেই ঘটনার পর অভিযুক্ত মদন মিত্র জেল খেটে বেরিয়ে এসেছেন। আপাতত মামলা চলছে। তৃণমূলের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল। তৃণমূলের মিটিংয়েও, এমনকী শহীদ দিবসের মঞ্চেও দেখা যায়নি মদন মিত্রকে।

ফের মমতার সঙ্গে একমঞ্চে, ভাটপাড়ায় কাজের ছেলে মদনকে জেতানোর আর্জি তৃণমূল নেত্রীর

তবে কয়েকদিন আগে ভাটপাড়া কেন্দ্রে উপনির্বাচনে বিধানসভা প্রার্থীর নাম ঘোষণা করেন মমতা। তৃণমূল নেত্রীর নাম ঘোষণার পর মদন মিত্র নিজে জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ভোট প্রার্থী করে ভারতরত্নের সমান সম্মান দিয়েছেন। এদিন ভাটপাড়ায় নির্বাচনী প্রচারে মদন মিত্রকে ফের একবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গেল।

তৃণমূল নেত্রী লোকসভা ও বিধানসভা ভোটের একসঙ্গে প্রচারের ফাঁকেই মঞ্চের পিছন দিকে বসে থাকা মদন মিত্রর নাম উচ্চারণ করলেন। বললেন, মদন কাজের ছেলে। ওকে ভোট দিয়ে জেতান। পিছন থেকে উঠে এসে হাত নেড়ে জনতাকে নমস্কার করে পেছনে বসে পড়লেন মদন। দীর্ঘ কয়েক বছর পর ফের একবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গেল সারদা কাণ্ডে অভিযুক্ত মদন মিত্রকে।

English summary
Mamata Banerjee campaigns for Saradha, Narada accused Madan Mitra in Bhatpara
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X