For Quick Alerts
For Daily Alerts
একুশে স্বাধীনতার লড়াই ফিরিয়ে দেবে বাংলা, রাজনৈতিক মহামারী রুখতে ছাত্রছাত্রীদের ডাক মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় করোনার মহামারী রুখে দেবেন একাই, কিন্তু রাজনৈতিক মহামারী রুখতে দরকার ছাত্রছাত্রীদের। তিনি সাফ জানালেন, ছাত্রছাত্রীরাই পারে বিজেপির মুখোশ টেনে খুলে দিতে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২১-এ স্বাধীনতার লড়াই ফিরিয়ে দেবে বাংলা।
{photo-feature}

‘দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন প্রকল্পে লগ্নি করবে রিলায়েন্স’, কর্মসংস্থানের ঘোষণা মমতার
করোনার জন্য থিতিয়ে গিয়েছে, ফের এনআরসি, সিএএ চাপিয়ে দেবে, মোদীকে সরাসরি আক্রমণ মমতার