For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশে স্বাধীনতার লড়াই ফিরিয়ে দেবে বাংলা, রাজনৈতিক মহামারী রুখতে ছাত্রছাত্রীদের ডাক মমতার

একুশে স্বাধীনতার লড়াই ফিরিয়ে দেবে বাংলা, রাজনৈতিক মহামারী রুখতে ছাত্রছাত্রীদের ডাক মমতার

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় করোনার মহামারী রুখে দেবেন একাই, কিন্তু রাজনৈতিক মহামারী রুখতে দরকার ছাত্রছাত্রীদের। তিনি সাফ জানালেন, ছাত্রছাত্রীরাই পারে বিজেপির মুখোশ টেনে খুলে দিতে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২১-এ স্বাধীনতার লড়াই ফিরিয়ে দেবে বাংলা।

একুশে স্বাধীনতার লড়াই ফিরিয়ে দেব, বললেন মমতা

একুশে স্বাধীনতার লড়াই ফিরিয়ে দেব, বললেন মমতা

শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা বলেন, ২০২১ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করতে হবে এখন থেকেই। বিজেপির মুখোশ টেনে খুলে দিতে হবে। সেই কাজে অগ্রণী ভূমিকা নিতে হবে ছাত্রছাত্রীদেরই। যেভাবে স্বাধীনতার লড়াই লড়েছিল আমাদের ছাত্রদল, সেভাবেই আমরা একুশে স্বাধীনতার লড়াই ফিরিয়ে দেব।

করোনা মহামারী রুখে দেব, রাজনৈতিক মহামারী কে রুখবে

করোনা মহামারী রুখে দেব, রাজনৈতিক মহামারী কে রুখবে

তৃণমূল সূপ্রিমো বলেন, আমরা করোনা মহামারী রুখে দেব। কিন্তু রাজনৈতিক মহামারী আপনাদের রুখতে হবে। তৃণমূল ছাত্র পরিষদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে সঙ্ঘবদ্ধতা রয়েছে। মানুষের পাশে দাঁড়িয়ে বিজেপির এই মুখোশ খুলে দিতে হবে।

বিজেপির কুৎসা-অপপ্রচার রুখে সত্য তুলে ধরতে হবে

বিজেপির কুৎসা-অপপ্রচার রুখে সত্য তুলে ধরতে হবে

তিনি বলেন, বিজেপির একটাই বল কুৎসা আর অপপ্রচার রটানো। বিজেপির সেই অস্ত্র ভোঁতা করে দিতে হবে। আর তা পারে একমাত্র ছাত্র-যৌবন। বিজেপি রাজস্থান, বিহার, বাংলাদেশের ভিডিও দেখিয়ে বলছে বাংলায় হয়েছে। বিজেপির এই নোংরা রাজনীতিকে আটকাতে হবে। বাংলার মানুষের কাছে প্রকৃত সত্য তুলে ধরতে হবে।

আমরা লড়ব, মরব না! নয়া স্লোগান মমতার

আমরা লড়ব, মরব না! নয়া স্লোগান মমতার

মমতা এদিন গান্ধীজির বাণীকে আশ্রয় করে বলেন, গান্ধীজি বলেছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে। আমরা বলছি, করব লড়ব জিতব হাসব। আমরা লড়ব কিন্তু মরব না। বিজেপির কালো মুখোশধারী রূপটা টেনে খুলে দেব আমরা। ওরা ভয় দেখালেও আমরা ভয় পাবো না। বিজেপিকে হারাতে আমি লড়ব, মরব না। আমার বিশ্বাস ছাত্রছাত্রীরাও আমার সঙ্গে এই লড়াইয়ে থাকবেন।

মোদী সরকারকে কড়া নিশানা মমতার

মোদী সরকারকে কড়া নিশানা মমতার

মমতা বলেন, কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কোনও তোয়াক্কাই করছে না। নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে রাজ্যের উপর। বিজেপির শাসনে আমরা ভয়াবহ ভারতবর্ষের দিকে এগোচ্ছি। তাই দেশ রক্ষায় জোটবদ্ধ হতে হবে। তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দালেন মমতা।

ভয়াবহ ভারতবর্ষের দিকে এগোচ্ছি আমরা : মমতা

ভয়াবহ ভারতবর্ষের দিকে এগোচ্ছি আমরা : মমতা

বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন শিক্ষানীতি তৈরি করা হয়েছে। একবার আলোচনা করার প্রয়োজন মনে করেনি কেন্দ্র। নিট-জেইই নিয়ে অমানবিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আমরা সত্যিই এক ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছি।

মোদীর ‘মন কি বাত’ কে কটাক্ষ মমতার

মোদীর ‘মন কি বাত’ কে কটাক্ষ মমতার

তাঁর কথায়, দেশের সরকার শুধু ভাষণ দিয়ে যাচ্ছে। শুধু ‘মন কা বাত' করে বেড়াচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। করোনার মতো মহামারীর সময়ও মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছেন। তাই মোদী সরকারের আর কেন্দ্রের শাসকদলের মুখোশ টেনে খুলে দিতে হবে। তাহলেই দেশ রক্ষা পাবে।

করোনার জন্য থিতিয়ে গিয়েছে, ফের এনআরসি, সিএএ চাপিয়ে দেবে, মোদীকে সরাসরি আক্রমণ মমতারকরোনার জন্য থিতিয়ে গিয়েছে, ফের এনআরসি, সিএএ চাপিয়ে দেবে, মোদীকে সরাসরি আক্রমণ মমতার

English summary
Mamata Banerjee calls to students to return independence movement in 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X