For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২৪ পর্যন্ত সব নির্বাচনেই খেলা হবে, পুরসভার প্রচারে এসে দিল্লি-জয়ের ডাক মমতার

২০২৪ পর্যন্ত সব নির্বাচনেই খেলা হবে, পুরসভার প্রচারে এসে দিল্লি-জয়ের ডাক মমতার

  • |
Google Oneindia Bengali News

২০২৪ পর্যন্ত যত নির্বাচন হবে সব নির্বাচনেই খেলা হবে। কলকাতা পুরসভার ভোট প্রচারে এসে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর ডাক দিয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ফুলবাগানে নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, মানুষের ভালোবাসার ঢেউ রোখা যায় না হিংসা করে। মানুষের ভালোবাসাই তাঁদেরকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবে।

২০২৪ পর্যন্ত সব নির্বাচনেই খেলা হবে, পুরসভার প্রচারে এসে দিল্লি-জয়ের ডাক মমতার

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে ফুলবাগানে নির্বাচনী জনসভা করেন। এই জনসভায় দাঁড়িয়ে তিনি কলকাতাব্যাপী পরিষেবা প্রদানের কথা বলেন। আসন্ন নির্বাচনে তৃণমূল কলকাতা পুরসভায় ক্ষমতায় এলে কোন কোন কাজকে অগ্রাধিকার দেবে, তাও জানান তিনি। সেইসঙ্গে কড়া বার্তা দেন কাউন্সিলরদের উদ্দেশে।

মমতা বলেন, দুঃস্বপ্ন নয়, কলকাতা এখন স্বপ্নের শহরে পরিণত হয়েছে। কলকাতা এখন আলো ঝলমলে প্রাণের শহর। কলকাতার চেহারাই বদলে গিয়েছে তৃণমূল ক্ষমতায় আসার পর। পানীয় জলের পরিষেবা আরও পরিচ্ছন্ন করার পাশাপাশি নিকাশি নিয়েও তিনি স্পষ্ট বার্তা দেন। দেশের অন্য শহরের তুলনা টেনে তিনি বলেন, কলকাতার নিকাশি ব্যবস্থা তুলনায় অনেক গুণ ভালো।

তিনি এদিন দলীয় প্রার্থীদের কড়া বার্তা দিয়ে বলেন, কোন সমস্যা হলে প্রথমে কাউন্সিলরকেই এগিয়ে যেতে হবে। আর কাজ না করলে সরে যেতে হবে কাউন্সিলরকে। কাউন্সিলর ঠিক করবে না বাড়ি-ঘর তৈরির জিনিসপত্র কোথা থেকে আসবে। স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে কাউন্সিলরকে।

তৃণমূল সুপ্রিমো প্রতিশ্রুতি দিয়ে বলেন, বাংলায় পানীয় জলের আর কোনও অভাব থাকবে না। ২০২৪-এর মধ্যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। শুধু কলকাতা নয়, গোটা বাংলাই ২০২৪-এর মধ্যে পানীয় জল পাবে। আর নিকাশি সমস্যা দূর করার জন্য কলকাতায় আর পাম্পিং স্টেশন করা হবে। আরও ২০০ পাম্পিং স্টেশন হবে কলকাতায়।

পরিবহণ সমস্যা মেটাতেও তৎপর হবে পুরসভা। কলকাতার গতি এখন অনেক বেড়ে গিয়েছে। কলকাতা শহরের গতি আরও বাড়াতে তৈরি হবে আরও উড়ালপুল। অনেক উড়ালপুল তৈরি হয়েছে, হচ্ছেও অনেক, হবে আরও। সেইসঙ্গে তিনি বলেন, যাঁদের প্রয়োজন তাঁদের ঘর দেওয়া হবে। মোট কথা, কলকাতাবাসীর পরিষেবা দানে তাঁরা তৎপরতার সঙ্গে কাজ করছেন।

কোন কোন কাজে অগ্রাধিকার দিয়ে তাঁরা পুর পরিষেবা প্রদান করবেন আগামী দিনে, তাও এদিন জানিয়ে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নারী সুরক্ষায় অন্যতম নিরাপদ শহর কলকাতা। এই শহরকে সবদিক থেকে আদর্শ রাখাই তাঁদের পরিচালিত পুরসভা ও সরকারের উদ্দেশ্য ছিল। ,সেই উদ্দেশ্য নিয়েই আমরা কাজ করে যাব।

এবার কলকাতায় কমিউনিটি হল তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে তৃণমূলের ইস্তেহারে। প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে কমিউনিটি হল তৈরি হবে। উৎসব-অনুষ্ঠানের জন্য তা ব্যবহার করতে পারবেন। অনলাইনে চাইলে সাতদিনে পাবেন কমিউনিটি হল। আমরা যা বলি তা করি। কোন কোনও পার্টি আছে মুখে বলে, কিন্তু করে না। আমরা তিন-চার মাসের মধ্যে করে দিই। যা বলেছি করেছি। লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন- সব কিছু করেছি।

এরপরই তিনি বিজেপিকে কড়া বার্তা দেন ২০২৪ সালের নির্বাচনে। ২০২৪-এ তিনি দেশের ক্ষমতা থেকে বিজেপিকে গণতান্ত্রিকভাবে তাড়ানোর কথা বলেন। বলেন, ২০২৪-এর নির্বাচনেও খেলা হবে। এর মধ্যে যত নির্বাচন হবে সব নির্বাচনেই খেলা হবে। মানুষের ভালোবাসার ঢেউ রোখা যায় না হিংসা করে।

English summary
Mamata Banerjee calls for 2024 Lok Sabha Election from campaigning of Kolkata Municipal Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X