For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ শপথ মমতার মন্ত্রিসভার, প্রাধান্য পাবে জঙ্গলমহল, পুরাতন সৈনিকরা

আজ শপথ মমতার মন্ত্রিসভার, প্রাধান্য পাবে জঙ্গলমহল, পুরাতন সৈনিকরা

Google Oneindia Bengali News

মমতার তৃতীয় মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহন আজ। রাজভবনে সকাল ১১টা মন্ত্রিসভার ৪৩ জন মন্ত্রী শপথ নেবেন আজ। তার মধ্যে ২৪ জন পূর্ণ মন্ত্রী। ১০ জন স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী। এবং ৯ জন প্রতিমন্ত্রী। এছাড়াও থাকছেন ৮ জন মহিলা মন্ত্রী। বিশেষ প্রাধান্য পেতে চলেছে জঙ্গলমহল।

আজই মন্ত্রিসভার শপথ

আজই মন্ত্রিসভার শপথ

প্রথম রবিবার ৯ তারিখ শপথ গ্রহন করার কথা ছিল মন্ত্রিসভার। কিন্তু কোনও কারণে সেটি পিছিয়ে দেওয়া হয়। তারপরে সিদ্ধান্ত হয় ১০ মে তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। রবীন্দ্র সদনের পরিবর্তে রাজভবনে শপথ নেবেন তৃতীয় মমতা সরকারের মন্ত্রীরা। ৪৩ জন মন্ত্রীর আজ শপথ নেওয়া কথা। সেই তালিকায় রয়েছেন ২৮ জন পূর্ণমন্ত্রী।

প্রাধান্য পাবেন কারা

প্রাধান্য পাবেন কারা

এবার মমতার মন্ত্রিসভায় পুরনো ও নতুন মুখের মিশেল দেখা যাবে। আগের মন্ত্রিসভার একাধিক নেতা-মন্ত্রী বিজেপিতে যোগদান করায় এবার নতুন মুখের ভিড় দেখা যাবে। থাকবে চমকও। পুরনো সৈনিকরাও ফিরে আসতে পারেন মমতার মন্ত্রিসভায়। মোট ৪৩ জন শপথ নেবেন মন্ত্রিসভায়। বিশেষ প্রধান্য পেতে চলেছে জঙ্গলহল। কারণ একুশের ভোেট হাত খুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে জঙ্গলমহল।

জঙ্গলমহলের প্রাধান্য

জঙ্গলমহলের প্রাধান্য

মমতার মন্ত্রিসভায় এবার জঙ্গলমহলের অনেকেই ঠাঁই পেতে চলেছেন। জঙ্গলমহলের তিন কন্যা সন্ধ্যারানি টুডু, জ্যোৎস্না মাণ্ডি, বীরবাহা হাঁসদাকে মন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মেদিলীপুরে অধিকারীদের ঘুম ছোটাতে অখিল গিরিকে মন্ত্রী করা হচ্ছে। নতুন মুখদের মধ্যে থাকছেন মনোজ তিওয়ারি, হুমায়ূন কবীর, পুলক রায়, বুলুচিক বরাইক, দিলীপ মণ্ডলরাও ঠাঁই পাচ্ছেন মমতার মন্ত্রিসভায়।

পুরনো কারা

পুরনো কারা

পুরনো যাঁদের উপর এবারও ভরসা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে রয়েছে, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়। অর্থমন্ত্রকের দায়িত্ব এবারও অমিত মিত্রের হাতেই রাখবেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও থাকছেন ব্রাত্য বসু, মলয় ঘটক, সাধন পাণ্ডেরা।

English summary
Mamata Banerjee cabinet ministers will took oath today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X