For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে হারাতে বিক্ষুব্ধদেরও জায়গা কমিটিতে! রত্নাকরদের বাল্মিকী হওয়ার সুযোগ মমতার

বিজেপিকে হারাতে বিক্ষুব্ধদেরও কমিটিতে! রত্নাকরদের বাল্মিকী হওয়ার সুযোগ মমতার

Google Oneindia Bengali News

বিজেপির বিরুদ্ধে একযোগে লড়তে এবার এক অভিনব পদ্ধতি গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় যখন নতুন কমিটি গঠন নিয়ে এক গোষ্ঠীর সঙ্গে আর এক গোষ্ঠীর দ্বন্দ্ব, তখন গন্ডগোলের জেলাজলপাইগুড়িই দেখাল পথ। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে উত্তরণের নয়া দিশা দেখালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বিক্ষুব্ধদের নিয়ে কমিটি জলপাইগুড়িতে

বিক্ষুব্ধদের নিয়ে কমিটি জলপাইগুড়িতে

জলপাইগুড়ি জেলায় বিজেপিকে ঠেকাতে বিক্ষুব্ধদের নিয়ে কমিটি গঠন করে জেলা সভাপতি বুঝিয়ে দিলেন আসন্ন নির্বাচনে তাঁরা নিজেদের মধ্যে গন্ডগোল শিকেয় তুলে কাঁধে কাঁধ দিয়ে লড়তে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিক্ষুব্ধদের কমিটিতে জায়গা দেওয়া হয়, জেলা সভাপতি কিষণকুমার কল্যাণী অমত করেননি।

কমিটিতে বিক্ষুব্ধ ও শোকজ হওয়া নেতারাও

কমিটিতে বিক্ষুব্ধ ও শোকজ হওয়া নেতারাও

শুক্রবার সাংবাদিক বৈঠক করে জানান হয় ৬৬ জনের কমিটি করা হয়েছে। এই কমিটিতে বিক্ষুব্ধদেরও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। খোদ সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ করা মোহন বসুকেও গুরুত্ব দেওয়া হয়েছে নতুন কমিটিতে। এই কমিটিতে আছে আরও অনেক বিক্ষুব্ধ ও শোকজ হওয়া নেতারাও।

কারা আছেন এই তৃণমূলের জেলা কমিটিতে

কারা আছেন এই তৃণমূলের জেলা কমিটিতে

তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটিতে বিক্ষুব্ধদের মধ্যে মোহন বসু ছাড়াও আছেন অমরনাথ ঝা, নিতাই কর প্রমুখ। আর শোকজ হওয়া নেতাদের মধ্যে রয়েছেন রাজেশ সিং, অরূপ দে প্রমুখ। নতুন জেলা কমিটিতে চেয়ারম্যান হয়েছেন খগেশ্বর রায়, জেলা সভাপতি কিষণকুমার কল্যাণী। কো অর্ডিনেটর মিতালি রায় ও চন্দন ভৌমিক। তৃণমূল যুব সভাপতির দায়িত্বে সৈকত চট্টোপাধ্যায়।

দস্যু রত্নাকরও ঋষি বাল্মিকী হয়েছিলেন, তাই...

দস্যু রত্নাকরও ঋষি বাল্মিকী হয়েছিলেন, তাই...

তৃণমূলের বিক্ষুব্ধদের কমিটিতে স্থান পাওয়া প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি জেলা সভাপতি কিষণকুমার কল্যাণী। তিনি জানান, কোনও মন্তব্য করব না বিক্ষুব্ধদের স্থান পাওয়া নিয়ে। কারণ এই কমিটি তৈরি করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দস্যু রত্নাকরও ঋষি বাল্মিকী হয়েছিলেন। তাই আমরা সবাইকে সুযোগ দিচ্ছি, এটুকু শুধু বলতে পারি।

বাংলায় উদ্বেগ করোনায়! ল্যাবরেটরি বাড়লেও টেস্টিং বাড়ছে না, কমছে না সংক্রমণ বাংলায় উদ্বেগ করোনায়! ল্যাবরেটরি বাড়লেও টেস্টিং বাড়ছে না, কমছে না সংক্রমণ

English summary
Mamata Banerjee builds a committee for Jalpaiguri districts with agitators before 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X