For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাজ না করলে পাবলিক আমাকে ধরবে, আপনাদের নয়', ডিএমকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতার

কাজ না করলে পাবলিক তোমায় ধরবে না, আমায় ধরবে। এরকম চললে আমি কাউকে ছাড়ব না। গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠকে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

কাজ না করলে পাবলিক তোমায় ধরবে না, আমায় ধরবে। এরকম চললে আমি কাউকে ছাড়ব না। গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠকে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই একমাত্র জেলা দক্ষিণ দিনাজপুর, যেখানে সরকারি প্রকল্পের কাজ খুব ঢিমেতালে চলছে। এসব একেবারেই বরদাস্ত করা হবে না।

মু্খ্যমন্ত্রীর ক্ষোভের মুখে

মু্খ্যমন্ত্রীর ক্ষোভের মুখে

সরকারি আধিকারিকরা মু্খ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়ায় তাঁরাও পাল্টা জানান ডিএম বৈঠকে ডাকলে না। এরপরই মমতা কড়া বার্তা দেন। তিনি বলেন, দক্ষিণ দিনাজপুর একমাত্র জেলা যেখানে নন কো-অপারেশন চলছে। জেলায় নানা প্রকল্পের কাজ আটকে, ১০০ দিনের কাজেও পিছিয়ে দক্ষিণ দিনাজপুর।

নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে কাজ

নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে কাজ

মমতা বলেন, সরকারি আধিকারিকেরা নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে চলছেন। তারপর গোষ্ঠীদ্বন্দ্বও লেগে রয়েছে। সেই কারণেই জেলার মানুষ বঞ্চিত হচ্ছেন সরকারি সুযোগ-সুবিধা থেকে। অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে। আগামী জানুয়ারির মধ্যে সব কাজ শেষ করতে হবে।

সবাই এসে আমায় ধরবে

সবাই এসে আমায় ধরবে

তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন কাজ ধরে ধরে। কেন সমস্ত প্রকল্প আটকে রয়েছে তাও জানতে চান। রাস্তাঘাটের কাজ হচ্ছে, মৎস্য দফতরের কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। তিনি বলেন, কাজ কম হলে সবাই এসে আমায় ধরবে। এদিন মুখ্যসচিবও প্রয়োজনীয় নির্দেশ দেন।

কল্যাণ কামনা করে রাজ্যবাসীর নামে 'এক গোত্রে' পুজো মুখ্যমন্ত্রীর কল্যাণ কামনা করে রাজ্যবাসীর নামে 'এক গোত্রে' পুজো মুখ্যমন্ত্রীর

ভিন রাজ্যের সহমর্মীদের ফাঁদে পা দেবেন না, নাম না করে ওয়েইসিকে আক্রমণ মমতারভিন রাজ্যের সহমর্মীদের ফাঁদে পা দেবেন না, নাম না করে ওয়েইসিকে আক্রমণ মমতার

English summary
Mamata Banerjee bewares officers for not to sufficient work. She says this in review meeting in South Dinajpur,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X