For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেরা নেত্রী মমতাই! অগ্নিকন্যার ওপরই বাজি ধরছেন এমকে নারায়ণন

মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসাবে অন্যদের চেয়ে অনেক এগিয়ে রাখছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল এমকে নারায়ণন।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসাবে অন্যদের চেয়ে অনেক এগিয়ে রাখছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল এমকে নারায়ণন। তবে তিনি ততটা নিশ্চিত নন যে প্রধানমন্ত্রী হিসাবে কতটা সফল হতে পারবেন তিনি। সেজন্য আগে সুযোগ দেওয়া প্রয়োজন বলেও একইসঙ্গে মনে করছেন তিনি।

সেরা নেত্রী মমতাই! অগ্নিকন্যাকেই বাজি ধরছেন এমকে নারায়ণন

নারায়ণন একজন দক্ষ আইপিএস হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবেও তিনি কাজ করেন। তারপরে বাংলার রাজ্যপালের দায়িত্ব নেন গোপালকৃষ্ণ গান্ধীর জায়গায়।

নারায়ণন জানিয়েছেন তিনি স্বাধীনতার পর থেকে প্রায় সমস্ত নেতৃত্বকেই খুব কাছ থেকে দেখেছেন। মমতা অন্যদের চেয়ে এগিয়ে রয়েছেন। কারণ তিনি অন্তত কারও কারও কথা শোনেন। কঠিন মানুষ তবে অসম্ভব গুণী। এভাবেই মমতাকে ব্যাখ্যা করেছেন নারায়ণন।

[আরও পড়ুন:২০১৯-এ অপেক্ষা করছে ভরাডুবি, দুর্নীতি খোঁচায় বিদ্ধ রাহুল-তেজস্বীকে বার্তা নীতীশের][আরও পড়ুন:২০১৯-এ অপেক্ষা করছে ভরাডুবি, দুর্নীতি খোঁচায় বিদ্ধ রাহুল-তেজস্বীকে বার্তা নীতীশের]

ভারত চেম্বার অব কমার্সের এক আলোচনা সভায় যোগ দিয়ে নারায়ণন বলেন, মমতা ভালো প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা তা তাঁর জানা নেই। কেউ কোনও দায়িত্ব কাঁধে তুলে না নিলে এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন বলেই তিনি মনে করেন।

[আরও পড়ুন:রাহুলই দায়ী মহাজোট ভেস্তে যাওয়ায়! বিজেপির সঙ্গে আসনরফার পর নীতীশ-ভাষ্যে জল্পনা][আরও পড়ুন:রাহুলই দায়ী মহাজোট ভেস্তে যাওয়ায়! বিজেপির সঙ্গে আসনরফার পর নীতীশ-ভাষ্যে জল্পনা]

বাম সরকারের সময়ে প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে সিঙ্গুর নন্দীগ্রাম ইস্যুতে বনিবনা হচ্ছিল না বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের। তারপরই দায়িত্ব পান নারায়ণন। এখন দেখার আগামী লোকসভার পরে মমতার সুযোগ্য নেত্রী হয়ে ওঠার সমীকরণ মেলে কিনা।

English summary
Mamata Banerjee better leader than many others, says MK Narayanan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X