For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আছে অথচ দিচ্ছি না, এরকম ভুল বুঝবেন না!'কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে শিক্ষকদের পাশে থাকার আহ্বান মমতার

এদিন শিক্ষক দিবস উপলক্ষ্যে শিক্ষারত্ন পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে গোটা বাংলার বিশিষ্ট শিক্ষকদের শ্রেষ্ঠত্বের সম্মান জানানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে।

  • |
Google Oneindia Bengali News

এদিন শিক্ষক দিবস উপলক্ষ্যে শিক্ষারত্ন পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে গোটা বাংলার বিশিষ্ট শিক্ষকদের শ্রেষ্ঠত্বের সম্মান জানানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে। একনজরে দেখে নেওয়া যাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কোন কোন বিষয় উঠে আসে।

'শিক্ষকদের দেখলেই মাথা নত হয়ে যায়'

'শিক্ষকদের দেখলেই মাথা নত হয়ে যায়'

রাজ্যে কয়েকদিন আগেই শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটে হুগলিতে। যে ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের নাম জড়িয়ে যায়। এরপর এক মিনিটও নষ্ট না করে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেন সেই অধ্যাপক নিগ্রহের ঘটনায়। নিজে ফোন করেন ওই অধ্যাপককে। আর এদিন শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'শিক্ষকদের দেখলে মাথা এমনিতেই নত হয়ে আসে'। পাশাপাশি, তিনি বার্তা দেন শিক্ষকদের সম্মান করার।

 ' বাংলা এক নম্বরে'

' বাংলা এক নম্বরে'

এদিন, অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটা সময় ছিল যখন রীতিমতো বাংলাকে নিয়ে মানুষ মশকরা করত । তিনি বলেন , 'আমি যখন সংসদে যেতাম , তখন সকলে ভাবত বাংলা ছাগলের তৃতীয় সন্তান'..। এরপর থেকে সময় পাল্টেছে। বাংলা আজ সবেতেই একনম্বরে।

 'ভুল বুঝবেন না যে আমাদের আছে অথচ দিচ্ছি না'

'ভুল বুঝবেন না যে আমাদের আছে অথচ দিচ্ছি না'

কয়েকদিন আগেই রাজ্যে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ , ধর্না দেখা যায় বেতন বৃদ্ধির দাবিতে। এরপর এদিনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'এটা কখনওই ভুল বুঝবেন না যে আমাদের আছে অথচ দিচ্ছি না। ' তিনি বলেন, যতটা সম্ভব সমস্তটা দিয়েই তিনি মানুষের সেবা করতে চান। মমতা সাফ বার্তায় এদিন জানান,'যতদিন বাঁচব , মানুষের জন্য কাজ করব।'

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব মমতা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বাক্যবাণে বিদ্ধ করেন কেন্দ্রীয় সরকারকে। তিনি বলেন 'আজ মাইনে দিতে পারছি.. পরিস্থিতি খুব খারাপ, ব্য়াঙ্কে যদি দুদিন বাদে টাকাই না থাকে... '। এরপর একাধিক প্রকল্প থেকে কেন্দ্রের হাত গুটিয়ে নেওয়ার অভিযোগ তুলে তিনি জানান, যে সমস্ত প্রকল্প থেকে কেন্দ্র হাত গুটিয়ে নিয়েছে সেই সমস্ত প্রকল্পে টাকা দিয়ে রাজ্য সরকার কাজ চালাচ্ছে। পাশাপশি, কেন্দ্রের চরম বঞ্চনার বিরুদ্ধে গর্জে শিক্ষকদের পাশে থাকার বার্তা দেন মমতা।

<strong>[আরও পড়ুন: তৃণমূল সাংসদের পর এবার বিধায়ক! নারদা মামলায় ভয়েস স্যাম্পেল নিতে বাড়িতে সিবিআই]</strong>[আরও পড়ুন: তৃণমূল সাংসদের পর এবার বিধায়ক! নারদা মামলায় ভয়েস স্যাম্পেল নিতে বাড়িতে সিবিআই]

<strong>[আরও পড়ুন:চরম আর্থিক সংকটে দেশ, রাশিয়ায় দাঁড়িয়ে পূর্বাঞ্চলের দেশের উন্নয়নে বিপুল আর্থিক সাহায্যের ঘোষণা মোদীর]</strong>[আরও পড়ুন:চরম আর্থিক সংকটে দেশ, রাশিয়ায় দাঁড়িয়ে পূর্বাঞ্চলের দেশের উন্নয়নে বিপুল আর্থিক সাহায্যের ঘোষণা মোদীর]

English summary
Mamata Banerjee attends Shikshashree program . Mamata Banerjee on West Bengal governments' programs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X