For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা সরব হলেন বিনামূল্যে গ্যাসের দাবিতে, মোদী সরকারকে নিশানা বাংলার ভোটপ্রচারে

মমতা সরব হলেন বিনামূল্যে গ্যাসের দাবিতে, মোদী সরকারকে নিশানা বাংলার ভোটপ্রচারে

Google Oneindia Bengali News

বিনামূল্যে গ্যাস দিতে হবে। বাংলায় বিধানসভা নির্বাচনের প্রচারে কেন্দ্রের সরকারের কাছে এবার এমনটাই দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, আমরা বিনামূল্যে চাল দিচ্ছি। সেই চাল ফোটাতে মানুষ কেন ৯০০ টাকা দিয়ে গ্যাস কিনবে। সবাইকে বিনামূল্য গ্যাস দিতে হবে।

গ্যাসর দাম আকাশছোঁয়া মোদীর আমলে

গ্যাসর দাম আকাশছোঁয়া মোদীর আমলে

মোদী সরকারকে নিশানা করে মমতা বলেন, যেদিন বিনামূল্য গ্যাস দিতে পারবে, সেদিন বাংলার মানুষের কাছে ভোট চাইতে আসবে। মোদী সরকার গ্যাসর দাম আকাশছোঁয়া করে দিচ্ছে। সেই কারণে হেঁসেলে আগুন লেগে গিয়েছে। গ্যাসের দাম ছিল ২০০ টাকা তা থেকে বেড়ে আজ ৯০০ টাকা হয়ে গিয়েছে।

মিথ্যের জবাব দিতে ভোটটা জোড়া ফুলেই

মিথ্যের জবাব দিতে ভোটটা জোড়া ফুলেই

বাঁকুড়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্রকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার এক পায়ের বদলে লক্ষ লক্ষ পা পেয়েছি। আপনাদের পায়ের সাহায্যেই আমি ছুয়ে বেড়াচ্ছি এক প্রান্ত থেকে এক প্রান্তে। ওরা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। ওদের মিথ্যের জবাব দিতে ভোটটা জোড়া ফুলেই দিতে হবে।

আমাদের সরকারকে রাখলে বিনামূল্যে রেশন

আমাদের সরকারকে রাখলে বিনামূল্যে রেশন

মমতা বলেন, ওঁরা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাবে। একমাত্র আমরাই কথা দিলে কথা রাখি। আগেও করে দেখিয়েছি। আবারও করে দেখাব। বিনামূল্যে রেশন পাচ্ছেন। ভোটের পর আমাদের সরকারকে রাখলে বিনামূল্যে রেশন পাবেন। এবার আপনাকে রেশন দোকানে যেতে হবে না। রেশন চলে আসবে আপনার দুয়ারে।

বিজেপি সরকার এলে গ্যাসের দাম ১৫০০ টাকা

বিজেপি সরকার এলে গ্যাসের দাম ১৫০০ টাকা

মমতার কথায়, বিনামূল্যে যখন রেশন পাচ্ছেন, তখন বিনামূল্যে গ্যাস না দিলে বিজেপিকে আমল দেবেন না। বিজেপি সরকার এলে গ্যাসের দাম ১৫০০ টাকা করে দেবে। ভোটের আগে লোভ দেখাতে ১০০ টাকা কমাবে গ্যাসের দান। তারপর ফের গ্যাসের দাম ৬০০ টাকা বাড়িয়ে দেবে। গ্যাসের দাম ওরা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ করেছে। এবার ভোটে সেই জবাব দিতে হবে।

অভিনেতা বাদশা মৈত্রর অদেখা নানা ছবি

বাংলায় বিজেপিকে নিয়ে এসেছে সিপিএমই, বিষ্ণুপুরের সভা থেকে বাম-রামকে একযোগে আক্রমণ বাংলায় বিজেপিকে নিয়ে এসেছে সিপিএমই, বিষ্ণুপুরের সভা থেকে বাম-রামকে একযোগে আক্রমণ

English summary
Mamata Banerjee attacks Narendra Modi government and demands gas in free for all Indians
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X